Tapasi Mondal Suvendu Adhikari: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
তাপসী মণ্ডল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই রাজনৈতিক সংঘাত নতুন নয়৷ যদিও ২০২০ সালে শুভেন্দুর হাত ধরেই দলবদল করে সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দেন তাপসী৷
হলদিয়া: গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল৷ দল বদলের পরই ২০২৬ সালে হলদিয়ায় প্রার্থী হলে তাপসীকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা জবাব দিয়েছেন তাপসী মণ্ডলও৷
তাপসী মণ্ডল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে এই রাজনৈতিক সংঘাত অবশ্য নতুন নয়৷ যদিও ২০২০ সালে শুভেন্দুর হাত ধরেই দলবদল করে সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দেন তাপসী৷ কিন্তু তারও আগে শুভেন্দুর চালে পুরভোটে হারের মুখ দেখতে হয়েছিল তাপসীকে৷
২০১৬ সালে সিপিএমের বিধায়ক হওয়ার আগে হলদিয়া পুরসভার কাউন্সিলর ছিলেন তাপসী মণ্ডল৷ কিন্তু ২০১৭ সালের পুরভোটে তৃণমূল প্রার্থীর কাছে হারতে হয়েছিল তাঁকেকে৷ শুভেন্দু অধিকারী তখন ছিলেন তৃণমূলে৷ এলাকার বিধায়ক হলেও সেবারের পুরভোটে ফের কাউন্সিলর হওয়ার লড়াইয়ে নেমেছিলেন তাপসী৷ কিন্তু তাপসীর মামাকেই তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেন শুভেন্দু অধিকারী৷ শেষ পর্যন্ত নিজের মামা প্রশান্ত দাসের কাছে হার স্বীকার করতে হয় তাপসী মণ্ডলকে৷
advertisement
advertisement
তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর মনে করা হচ্ছে আগামী বছর হলদিয়া থেকে তাঁকেই প্রার্থী করবে শাসক দল৷ তাই গতকাল তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পর ২০১৭ সালের সেই পুরভোটের কথা মনে করিয়েছেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতা বলেন, ‘২০১৭ সালে পুরভোটে ওঁকে হারিয়েছিলাম৷ আবারও হারাবো৷’ পাল্টা তাপসী বলেছেন, ‘দল যদি আমাকে শেষ পর্যন্ত প্রার্থী করে তাহলে দলের মুখরক্ষার দায়িত্ব আমার৷ সময় সব জবাব দেবে৷ মানুষ চাইলে আমি থাকব, মানুষ না চাইলে তো থাকতে পারব না৷’ দল ছাড়ার জন্য সরাসরি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলেছেন তাপসী মণ্ডল৷ হলদিয়ার বিধায়কের অভিযোগ, ‘উনি কাউকেই যোগ্য সম্মান দেন না৷ প্রয়োজন মিটে গেলে ছুড়ে ফেলে দেন৷ আগের দলেও তাই করেছেন৷’
advertisement
তাপসী মণ্ডলের দলবদলের পরই হলদিয়া নিয়ে সক্রিয় হয়েছেন শুভেন্দু অধিকারী৷ কারণ তাঁর নিজের গড়ে বিজেপির বিধায়ককে নিজেদের দলে টেনে শাসক দল বড় ধাক্কা দিয়েছে বলেই রাজনৈতিক মহলের মত৷ তাপসী মণ্ডলের দলত্যাগের পর দলীয় কর্মীদের প্রতিক্রিয়া কী, তা জানতেই আগামী বৃহস্পতিবার হলদিয়ায় সভা করবেন বিরোধী দলনেতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 4:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tapasi Mondal Suvendu Adhikari: মামাকে দিয়ে হারিয়েছিলেন শুভেন্দু, কী হয়েছিল হলদিয়ায়? দল বদল করে এবার জবাব দিতে চান তাপসী