Mamata Banerjee on farmers protest: 'কৃষকদের দুর্দশাতেও উদাসীন কেন্দ্র', সিঙ্গুর আইনের দশম বর্ষপূর্তিতে তোপ মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নতুন কৃষি আইনের বিরোধিতায় গত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন চলছে৷ এই আন্দোলনে প্রথম থেকেই সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
#কলকাতা: ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি অনুযায়ী সিঙুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে আইন পাশ করিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এ দিনই তার দশম বর্ষপূর্তি৷ সেকথা উল্লেখ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে কৃষকদের প্রতি উদাসীনতার জন্য কেন্দ্রকেও বিঁধেছেন তিনি৷
ট্যুইটারে মমতা লেখেন, 'দীর্ঘ সংগ্রামের পর আজকের দিনে দশ বছর আগে আমরা সিঙ্গুরের জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল রাজ্য বিধানসভায় পাশ করিয়েছিলাম৷ কৃষকদের অধিকারের জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে তাঁদের ক্ষোভ প্রশমন করেছিলাম৷ এর ফলে তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছিল৷'
একই সঙ্গে কৃষক আন্দোলনের কথা উল্লেখ করে কেন্দ্রকে বিঁধে মমতা লিখেছেন, 'অথচ আজ গোটা দেশ জুড়ে কৃষক ভাইদের দুর্দশা সত্ত্বেও কেন্দ্রের উদনাসীন মনোভাব দেখে যন্ত্রণা হয়৷ আমাদের সমাজের যাঁরা শিরদাঁড়া তাঁদের মঙ্গলের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে৷ কৃষকদের অধিকার রক্ষা করাই আমাদের অগ্রাধিকার৷ '
advertisement
advertisement
On this day, ten years back, the Singur Land Rehabilitation and Development Bill 2011 was passed in the WB assembly after a long & difficult struggle.
We unitedly fought for the rights of our farmers & addressed their grievances, bringing in positive change in their lives. (1/2) — Mamata Banerjee (@MamataOfficial) June 14, 2021
advertisement
Today, it pains me that across the nation our farmer brethren are suffering owing to the indifference of the Centre.
Together, we shall continue our fight to ensure the well-being of the very backbone of our society. Upholding their rights remains a top priority. (2/2) — Mamata Banerjee (@MamataOfficial) June 14, 2021
advertisement
নতুন কৃষি আইনের বিরোধিতায় গত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে কৃষকদের আন্দোলন চলছে৷ এই আন্দোলনে প্রথম থেকেই সমর্থন জানিয়েছে তৃণমূল৷ কয়েক দিন আগে কৃষক নেতা রাকেশ টিকায়েত কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করে গিয়েছেন৷
বাংলায় বিপুল জনসমর্থন নিয়ে তৃণমূল তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির একজোট হওয়ার সম্ভাবনা জোড়াল হয়েছে৷ এই পরিস্থিতিতে গোটা দেশের কৃষকদের সমর্থন পেলে সর্বভারতীয় ক্ষেত্রেও বিজেপি-র বিরোধিতা আরও জোরাল ভাবে করা যাবে৷ শুধু রাজনৈতিক কারণ নয়, সিঙ্গুর- নন্দীগ্রামের সঙ্গে মমতার আবেগও জড়িয়ে৷ সিঙ্গুরের জমি পুনর্বাসন আইনের দশম বর্ষপূর্তিতে সর্বভারতীয় ক্ষেত্রে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে মমতা আরও একবার বুঝিয়ে দিলেন, কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর পথ থেকে সরছেন না তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2021 2:44 PM IST