Mamata Banerjee: 'আসল আন্দোলনে জল ঢেলে এখন চক্রান্ত করছে!' ছাত্র সমাবেশ থেকে বিজেপিকে নিশানা মমতার!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''বনধের রাজনীতিতে বিশ্বাস করি না। কীসের বনধ? বনধ চাইলে যাও, আগে প্রধানমন্ত্রীর কাছে।''
কলকাতা: আরজি কর কাণ্ডের পর এবার ছাত্র সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডের পর প্রবল চাপে রাজ্য সরকার। এমনকী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলেছে বিজেপি। বুধবার মেয়ো রোড থেকে সেই বিজেপিকেই একহাত নিলেন মমতা। এদিন বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ”আজকের দিন আরজি করের নির্যাতিতা বোনকে উৎসর্গ করতে চাই। এর মাঝে একাধিক স্থানে এমন ঘটনা ঘটেছে। আজ বনধ ডেকেছে বিজেপি। কারণ ওদের বডি চাই। ওরা আসল আন্দোলনে জল ঢেলে, চক্রান্তে নেমেছে। বাংলায় চক্রান্ত করার খেলায় নেমেছে। আজও পুলিশকে মারধর করেছে। ট্রেনের সিগন্যাল বিভ্রাট করা হয়েছে। বাস আটকেছে। রেল হোক বা সিবিআই সবটাই বিজেপি চালায়। এমন কেন্দ্রীয় সরকার দেখিনি।”
মমতার সংযোজন, ”বনধের রাজনীতিতে বিশ্বাস করি না। কীসের বনধ? বনধ চাইলে যাও, আগে প্রধানমন্ত্রীর কাছে। খালি এজেন্সির ব্যবহার। কাল ডেডবডি নিতে এসেছিল। কারও চোখ নষ্ট করেছে। কারও পা ভেঙেছে। কারও কানে মেরেছে। পুলিশ সংযত থেকেছে। পুলিশ ওদের চক্রান্ত ভেস্তে দিয়েছে। ওরা ডেডবডি নিতে এসেছিল। পুলিশ নিজের রক্ত দিয়ে ওদের চক্রান্ত আটকাচ্ছে।”
advertisement
advertisement
বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনে এনেছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ”মহারাষ্ট্র আদালত বনধকে অবৈধ ঘোষণা করতে পারে। কলকাতায় একটা PIL হয়েছিল। একটু নড়েচড়ে বসা কি দরকার ছিল না? আইনজীবীদের বলব, আদালতে বিজেপিকে ছেড়ে দেবেন না। যাতে সাধারণ মানুষ বিচার পায়।”
advertisement
রীতিমতো আক্রমণ করে তিনি বলেন, ”খুনী, অত্যাচারী, ধর্ষণকারীকে কেন ছাড়া হবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিলাম। সতর্ক করলাম। ন্যায় সংহিতা একটা আইন করলেন। আমাদের হাতে আইনের ক্ষমতা নেই। থাকলে সাত দিনে ফাঁসি করতাম। দুবৃত্তরা তাতে ঠান্ডা হয়ে যাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 1:26 PM IST