Mamata Banerjee attacks Adhir Ranjan Chowdhury: 'দেশের নেতা', 'হিরো', আসলে উনি জিরো! ভোট হিংসার জন্য অধীরকেই দায়ী করলেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভোট হিংসায় প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়৷ ভোটের দিন সবথেকে বেশি মৃত্যুর ঘটনাও ঘটে মুর্শিদাবাদে৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে অশান্তির জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নাম না করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধীরকে দেশের নেতা বলেও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদ জেলায় অশান্তির জন্য বহরমপুরের সাংসদই দায়ী৷
পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই পঞ্চায়েত ভোট পর্বে অশান্তির প্রসঙ্গ তোলেন তিনি৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটে অশান্তি নির্দিষ্ট কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল৷ কিন্তু এমন ভাবে প্রচার চলছে, যাতে মনে হয় গোটা রাজ্য জুড়েই অশান্তি হয়েছে৷
advertisement
advertisement
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী দাবি করেন, বড় অশান্তি হয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুর্শিদাবাদ আর মালদহে আসল ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে কে এসব করেছেন আপনারা জানেন। তিনি নিজেকে বলেন দেশের নেতা, হিরো ভাবেন। আসলে উনি জিরো। রাম, বাম, শ্যামের জোট করেন৷ আর ওনার এক বন্ধু আছে৷ চোখে চশমা পরে নিজেকে বুদ্ধ ভাবে। অত্যাচারের ইতিহাস আমার জানা আছে। অধীরের বন্ধু বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সিপিএমের কোনও নেতার দিকেই ইঙ্গিত করলেন বলে মত রাজনৈতিক মহলের৷’
advertisement
ভোট হিংসায় প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়৷ ভোটের দিন সবথেকে বেশি মৃত্যুর ঘটনাও ঘটে মুর্শিদাবাদে৷ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহও৷ সেই অশান্তির জন্য মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীকেই দায়ী করলেন৷
এ দিন সাংবাদিক বৈঠক থেকে সরাসরি এ রাজ্যের সিপিএম এবং কংগ্রেসকেও কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, এখানকার সিপিএম এবং কংগ্রেসকে দেখলে আমার দয়া হয়৷ ওদের নিয়ে কিছু বলতে চাই না৷ একটা লেভেলে জোটের কথা চলছে। আপনাদের জন্য আমি নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাবো, আপনারা অন্তত আমাদের দুর্বা তো দিতে পারেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 7:08 PM IST