Mamata Banerjee attacks Adhir Ranjan Chowdhury: 'দেশের নেতা', 'হিরো', আসলে উনি জিরো! ভোট হিংসার জন্য অধীরকেই দায়ী করলেন মমতা

Last Updated:

ভোট হিংসায় প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়৷ ভোটের দিন সবথেকে বেশি মৃত্যুর ঘটনাও ঘটে মুর্শিদাবাদে৷

অধীরকে নিশানা মমতার৷
অধীরকে নিশানা মমতার৷
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে অশান্তির জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নাম না করে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অধীরকে দেশের নেতা বলেও কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদ জেলায় অশান্তির জন্য বহরমপুরের সাংসদই দায়ী৷
পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পর এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই পঞ্চায়েত ভোট পর্বে অশান্তির প্রসঙ্গ তোলেন তিনি৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটে অশান্তি নির্দিষ্ট কয়েকটি জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল৷ কিন্তু এমন ভাবে প্রচার চলছে, যাতে মনে হয় গোটা রাজ্য জুড়েই অশান্তি হয়েছে৷
advertisement
advertisement
এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী দাবি করেন, বড় অশান্তি হয়েছে মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুর্শিদাবাদ আর মালদহে আসল ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে কে এসব করেছেন আপনারা জানেন। তিনি নিজেকে বলেন দেশের নেতা, হিরো ভাবেন। আসলে উনি জিরো। রাম, বাম, শ্যামের জোট করেন৷ আর ওনার এক বন্ধু আছে৷ চোখে চশমা পরে নিজেকে বুদ্ধ ভাবে। অত্যাচারের ইতিহাস আমার জানা আছে। অধীরের বন্ধু বলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সিপিএমের কোনও নেতার দিকেই ইঙ্গিত করলেন বলে মত রাজনৈতিক মহলের৷’
advertisement
ভোট হিংসায় প্রথম থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়৷ ভোটের দিন সবথেকে বেশি মৃত্যুর ঘটনাও ঘটে মুর্শিদাবাদে৷ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহও৷ সেই অশান্তির জন্য মুখ্যমন্ত্রী অধীর চৌধুরীকেই দায়ী করলেন৷
এ দিন সাংবাদিক বৈঠক থেকে সরাসরি এ রাজ্যের সিপিএম এবং কংগ্রেসকেও কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, এখানকার সিপিএম এবং কংগ্রেসকে দেখলে আমার দয়া হয়৷ ওদের নিয়ে কিছু বলতে চাই না৷ একটা লেভেলে জোটের কথা চলছে। আপনাদের জন্য আমি নৈবেদ্য সাজিয়ে নিয়ে যাবো, আপনারা অন্তত আমাদের দুর্বা তো দিতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee attacks Adhir Ranjan Chowdhury: 'দেশের নেতা', 'হিরো', আসলে উনি জিরো! ভোট হিংসার জন্য অধীরকেই দায়ী করলেন মমতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement