Mamata Banerjee ‍| Abhishek Banerjee: 'মোদি-শাহ যা খুশি করছে, এজেন্সি নাচাচ্ছে'! অভিষেককে ফের তলবে গর্জে উঠলেন মমতা

Last Updated:

Mamata Banerjee ‍| Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এজেন্সিকে কাজে লাগিয়ে দমানোর চেষ্টা করছে বিজেপি। নিশানা করেন নরেন্দ্র মোদি, অমিত শাহকে।

#কলকাতা: মাত্র দু’দিনের ব্যবধান। কয়লা কাণ্ডে ৯ ঘন্টা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু সেখানেই শেষ হয়নি জিজ্ঞাসাবাদ পর্ব। তাই আবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ED)‌। আগের সেই জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা না পেরতেই ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবারই অভিষেককে ইডির পক্ষ থেকে ফের নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আর অভিষেককে ফের তলব করতেই এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ করলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এজেন্সিকে কাজে লাগিয়ে দমানোর চেষ্টা করছে বিজেপি। ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শুরুতেই এদিন গর্জে ওঠেন তিনি। চেতলার কর্মীসভা থেকে তিনি বলেন, 'যেই নির্বাচন ঘোষণা হয়েছে, এজেন্সি নাচতে শুরু করেছে৷ নরেন্দ্র মোদি এবং অমিত শাহ মিলে যা ইচ্ছে তাই করে যাচ্ছে৷ নির্বাচন ঘোষণা হল, অভিষেককে ডেকে পাঠালো, পার্থ চট্টোপাধ্যায়কে ডাক পেল৷'
এখানেই শেষ নয়, রীতিমতো বিস্ফোরক ঢঙেই মমতার সংযোজন, 'রাজনৈতিক ভাবে এরা মোকাবিলা করতে পারেনা৷ কংগ্রেস, মুলায়ম সিং, শরদ পাওয়ারকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে৷ আমাকে আঘাত করার জন্য অভিষেকের বিরুদ্ধে কেস করছে৷ ন ঘণ্টা জেরা করার পর বলছে আবার এসো৷ কলকাতার মামলা দিল্লিতে ডেকে জেরা করছে৷'
একদিকে অভিষেক, অপরদিকে, বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে এদিন উপনির্বাচনের দামামা বাজিয়ে দেন তৃণমূল নেত্রী। বলেন, 'সকাল থেকে রাত কোভিডের টিকা নেই, বিজেপি-র দেখা নেই৷ গ্যাসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, বিজেপি-র দেখা নেই৷ কৃষকরা দশমাস ধরে আন্দোলন করছে বিজেপি-র দেখা নেই৷ শুধু এজেন্সিকে ডেকে ডেকে বলছে একে গ্রেফতার করো, ওকে গ্রেফতার করো৷'
advertisement
advertisement
ইডি সূত্রে অবশ্য বলা হচ্ছে, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত অনেক প্রশ্নেরই উত্তর পাননি তদন্তকারী আধিকারিকেরা। অভিষেককে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলেও অনেক উত্তর এখনও অধরা। যদিও ইডি’‌র জিজ্ঞাসাবাদের পর অভিষেক সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন, সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি। কিন্তু অভিষেকের সেইসব উত্তরে সন্তুষ্ট না হয়েই ফের তাঁকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হচ্ছে।
advertisement
এদিন অবশ্য বিজেপির প্রতিহিংসা নিয়ে বলতে গিয়ে ফের ত্রিপুরার প্রসঙ্গ উঠে এসেছে তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেন, 'ত্রিপুরায় আমাদের মিটিং করতে দেওয়া হচ্ছে না, ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রতিদিন আমাদের কর্মীদের রক্তাক্ত করা হচ্ছে৷ আমি যদি এখানে ঢুকতে না দিই? আমি তো সেটা করিনা, তাহলে ওদের সঙ্গে আমার কী পার্থক্য থাকল?'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee ‍| Abhishek Banerjee: 'মোদি-শাহ যা খুশি করছে, এজেন্সি নাচাচ্ছে'! অভিষেককে ফের তলবে গর্জে উঠলেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement