Mamata Banerjee| Bhabanipur| আজ ভবানীপুরে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'মিনি ইন্ডিয়ায়' তৃণমূলের যে স্ট্র্যাটেজি...

Last Updated:

Mamata Banerjee| Bhabanipur| আজ প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে শেষ লগ্নের প্রচারে হাজির বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতাও। 

আজ জোড়া সভা করতে চান তৃণমূল নেত্রী।
আজ জোড়া সভা করতে চান তৃণমূল নেত্রী।
#কলকাতা: আজ ভবানীপুরের প্রচারে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee| Bhabanipur|)। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের বাকি ৮ দিন। আগামী ৫ দিন মিলবে প্রচারের সুযোগ। আর এই ৫ দিন জুড়েই প্রচারে ঝড় তুলতে চায় তৃণমূল কংগ্রেস। জনসংযোগের জন্যে আজ থেকে ২৬ তারিখ অবধি ছোট ছোট সভায় হাজির থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভবানীপুরে প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়া ঘরে ঘরে যাবেন ফিরহাদ, পার্থ, সুব্রত সহ অনেকেই৷ আসল লক্ষ্য মার্জিন বাড়ানো। ২০২৪ এর আগে ভবানীপুর যা মিনি ইন্ডিয়া তার সামনে দলের অবস্থান স্পষ্ট করা। গত কাল ২১ তারিখ মমতা বন্দোপাধ্যায় প্রচারে থাকার কথা ছিল একবালপুরের ইব্রাহিম রোডে। আজ ২২ তারিখ তার প্রচার করার কথা ছিল চেতলার অহীন্দ্র মঞ্চে। কলকাতায় আবহাওয়া খারাপ থাকায় গতকাল প্রচার সেরে উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রচারই আজ করবেন। একই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি হাজির থাকবেন চেতলার প্রচার সভাতেও।
advertisement
advertisement
আগামীকাল ২৩ তারিখ থেকে প্রচার করবেন চক্রবেড়িয়া নর্থ ও পদ্মপুকুর রোডের সংযোগস্থলে, ২৫ তারিখ তিনি সভা করবেন কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে। ২৬ তারিখ তিনি প্রচার শেষ করবেন নিজের পাড়ায় হরিশ মুখার্জি রোডে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে কোভিড পরিস্থিতিতে মিছিল বা রোড শো করা যাবে না। তাই ছোট ছোট সভা থেকেই জনসংযোগ সেরে নেবেন মমতা বন্দোপাধ্যায়। প্রচারে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচি ও মুর্শিদাবাদের প্রচার সেরে অভিষেক হাজির থাকবেন ভবানীপুরে। সপ্তাহের শেষ লগ্নে তিনিও হাজির থাকবেন প্রচারে৷ এছাড়া বাকি নেতা যাদের দায়িত্ব দেওয়া আছে তাঁরাও প্রচার করবেন বাড়ি, বাড়ি গিয়ে।
advertisement
বাড়তি দায়িত্ব নিয়ে ফিরহাদ হাকিম সব ওয়ার্ডের সাথে কো-অর্ডিনেট করবেন। শেষ লগ্নের প্রচারে ডোর টু ডোর করতে চান বিজেপির জোড়া ফলা শুভেন্দু অধিকারী ও অর্জূন সিংহ। ইতিমধ্যেই ভবানীপুরে প্রচার শুরু করে দিয়েছেন অর্জুন সিং।
প্রচারে বেড়িয়েছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এছাড়া আজ থেকে প্রচারে হাজির বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতাও।তৃণমূল সাংসদ অর্জুন সিং বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় এভাবে প্রচারে নামছেন মানে ওরা জয়ের ব্যাপারে অতটা নিশ্চিন্ত নন। মুখ্যমন্ত্রী যেখানে প্রার্থী, সেখানে তো সাইলেন্ট ভোট হবে। মানুষ চুপচাপ ভোট দেবে। ভবানীপুরের মানুষ দেখছেন কিছুদিন আগে উনি একবার চলে গেলেন নন্দীগ্রামে। আবার বাধ্য হয়ে ফিরে আসলেন ভবানীপুরে। এর জন্যে আবার তাদের ভোট দিতে হচ্ছে। আর যদি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এতই করে থাকেন তাহলে এত মন্ত্রী প্রচারে নামছেন কেন?"
advertisement
তৃণমূলও অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, "ভবানীপুরে ওরা যত প্রচার করবেন তত আমাদের সুবিধা। মানুষ ওদের দেখে আবার বলবে গদ্দার। ওদের মুখ মানুষ যত দেখবে তত আমাদের ভোট বাড়বে।" উপনির্বাচন হলেও শেষ বেলায় জমে উঠেছে প্রচার 'মিনি ইন্ডিয়া' ভবানীপুর জুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee| Bhabanipur| আজ ভবানীপুরে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, 'মিনি ইন্ডিয়ায়' তৃণমূলের যে স্ট্র্যাটেজি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement