Maa Canteen: মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার, আগামী দিনে কলকাতায় হবে আরও 'মা' ক্যান্টিন

Last Updated:

যাঁরা দু'বেলা দু'মুঠো ঠিক করে খেতে পারছেন না, তাঁদের জন্য মসিহা হয়ে উঠেছে 'মা' ক্যান্টিন (Maa Canteen)। লকডাউনের মতো কঠিন সময়ে বিখ্যাত হওয়া 'মা' ক্যান্টিনের কনসেপ্ট কিন্তু নতুন নয়।

মা ক্যান্টিন৷ প্রতীকী ছবি
মা ক্যান্টিন৷ প্রতীকী ছবি
#কলকাতা: করোনা ভাইরাসের (Coronavirus) দ্বিতীয় ঢেউয়ের দাপটে কার্যত লকডাউন (Lockdown) ছিল রাজ্য জুড়ে। অর্থনীতির বেহাল দশা ছাপ ফেলেছে দেশ তথা রাজ্যের মানুষের উপরেও। করোনা ভাইরাস প্রচুর মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি কেড়েছে অনেক মানুষের পেটের ভাত। পকেটে টান মধ্যবিত্তের।
এমন অবস্থায় যাঁরা দু'বেলা দু'মুঠো ঠিক করে খেতে পারছেন না, তাঁদের জন্য মসিহা হয়ে উঠেছে 'মা' ক্যান্টিন (Maa Canteen)। লকডাউনের মতো কঠিন সময়ে বিখ্যাত হওয়া 'মা' ক্যান্টিনের কনসেপ্ট কিন্তু নতুন নয়। খুব কম পয়সায় রাজ্যবাসীর মুখে পেট ভরে খাবার তুলে দেওয়ার দিশা দেখিয়েছিল তামিলনাড়ু। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার উদ্যোগে চালু হয়েছিল আম্মা ক্যান্টিন। যেখান থেকে রাজ্যবাসীর মুখে নামমাত্র টাকায় খাবার তুলে দেয়ার ব্যবস্থা করেছিল জয়ললিতা সরকার।
advertisement
advertisement
যদি পশ্চিমবঙ্গের দিকে নজর ফেরানো যায়, তাহলেও দেখা যাবে 'মা' ক্যান্টিনের মতোই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে খুব কম টাকায় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দেওয়া হতো। যার অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ বেনফিশের ভ্রাম্যমান ফুড ট্রাক। যেখানে ৩০ টাকায় মাছে ভাতে বাঙালির মুখে তুলে দেওয়া হত মাছ-ভাত। তা ছাড়া আরও বিভিন্ন নামের প্রকল্পের মধ্যে সস্তায় খাবার তুলে দেওয়া হত দুঃস্থ মানুষের মুখে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল বিভিন্ন পাড়ায় ১১ টাকার থালি।
advertisement
করোনাভাইরাসের মতো মহামারীর সময় যা 'মা' ক্যান্টিন রূপে বিরাজমান। এই প্রকল্পটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত।এখন কলকাতায় রয়েছে ১২৩টি 'মা' ক্যান্টিন। পুর প্রচারে এসে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে এই ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানো হবে। মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, "আমি একদিন নিজে যাব মা ক্যান্টিনে। মাত্র ৫ টাকায় খাবার দেওয়া হয়।"
advertisement
লকডাউনের মতো কঠিন সময়ে কলকাতা সহ জেলায় জেলায় দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে 'মা' ক্যান্টিন। ৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত মানুষের মুখে তুলে দিচ্ছে এই 'মা' ক্যান্টিন। কুপন সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে খাবার। যাতে করে স্থানীয় মানুষজন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন তাঁরা।
advertisement
প্রতিটি জেলার স্থানীয় তৃণমূল নেতৃত্বও মানুষের পাশে থাকতে মা ক্যান্টিন চালু করতে উদ্যোগী হচ্ছেন। তৃণমূল নেতৃত্ব মনে করছে, এই সময়ে প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া শাসক দল হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিন প্রকল্প যে এক প্রকার সফল, তা তৃণমূল নেতৃত্বের প্রকল্প নিয়ে উদ্যোগী মনোভাব এবং সাধারণ মানুষের সন্তুষ্টিই বুঝিয়ে দিচ্ছে।
advertisement
প্রসঙ্গত, মা ক্যান্টিনের মতোই রাজধানী দিল্লিতে রমরমিয়ে চলছে 'গম্ভীর' ক্যান্টিন। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের উদ্যোগে শুরু হওয়া গম্ভীর ক্যান্টিন৷ দুঃস্থ মানুষকে পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এক টাকার বিনিময়ে সেখান থেকে পেট ভর্তি খাবার পাচ্ছেন মানুষজন। গোটা দেশের কাছেই যা এক দৃষ্টান্ত তৈরি করতে পেরেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Maa Canteen: মাত্র ৫ টাকায় পেট ভরা খাবার, আগামী দিনে কলকাতায় হবে আরও 'মা' ক্যান্টিন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement