Kolkata Durga Puja: সামনের বছর ১০ দিন আগে থেকে দুর্গাপুজো উদযাপন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Kolkata Durga Puja: আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজো ১০ দিন আগে থেকে শুরু হবে উদযাপন, জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

দুর্গাপুজো নিয়ে মমতার ঘোষণা
দুর্গাপুজো নিয়ে মমতার ঘোষণা
#কলকাতা: দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো (Kolkata Durga Puja)। ইউনেস্কো-র (UNESCO) তরফে দুর্গাপুজোকে দেওয়া হয়েছে হেরিটেজ তকমা। সেই উপলক্ষ্যে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজো ১০ দিন আগে থেকে শুরু হবে উদযাপন, জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে, দলের নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কলকাতাই সেরা। সেরার সেরা হতে হবে কলকাতাকে। হেরিটেজের জন্য আমরা সেলিব্রেশন করব। আগামী বছর দুর্গাপুজোর ১০ দিন আগে থেকে শুরু হবে সেলিব্রেশন।'' যদিও ঠিক কীভাবে উদযাপন করা হবে, তা এখনও জানাননি তিনি।
উল্লেখ্য, চলতি মাসেই কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে। ইউনেস্কোর তরফে টুইটারে লেখা হয়, “মানবসভ্যতার অতুলনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় এবার কলকাতার দুর্গাপুজো।”
advertisement
advertisement
এই উপলক্ষ্যে গত কাল শহরে মিছিল করেন পুজো উদ্যোক্তরা।
দিন কয়েক আগেই ইউনেসকো'র আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মান পেয়েছে বাংলার দুর্গাপুজো ৷ সেই ঘোষণায় বিশেষ করে উল্লেখ ছিল কলকাতার কথাও ৷ এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ইউনেসকো'কে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের ডাকে বুধবার শহরে বেরিয়েছিল বিশেষ পদযাত্রা৷ এও যেন এক বিজয় মিছিলই ৷ আনন্দের, উৎসবের শহরে পুজো পাগলদের মিছিল বলা যায় একে৷ উদ্যোক্তাদের ভাষায় 'মায়ের জন্য পদযাত্রা'৷
advertisement
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আন্তর্জাতিক স্তরে এই স্বীকৃতি পাওয়ায় খুশি হয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও এই স্বীকৃতির পেছনে উদ্যোগ কার, তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে দড়ি টানাটানিও হয়েছে। অবশ্য দুর্গাপুজোর এই স্বীকৃতি নিয়ে উৎফুল্ল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের নেতারা। সেই সূত্রেই দুর্গাপুজোকে আরও বড় আকারে পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Durga Puja: সামনের বছর ১০ দিন আগে থেকে দুর্গাপুজো উদযাপন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement