Mamata Banerjee: মমতার নিরাপত্তা অফিসারের ব্যাগ-পিস্তল গায়েব কাণ্ডের রহস্য ফাঁস, বেরোল অসম যোগ!

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অফিসারের ব্যাগ-পিস্তল গায়েব কাণ্ডের রহস্য ফাঁস। এই ঘটনায় অসম থেকে ধৃত যুবকের নাম প্রকাশ বর্মন। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় আসল ঘটনা।

অবশেষে রহস্য ফাঁস
অবশেষে রহস্য ফাঁস
#কোচবিহার: অসমের কোকরাঝাড় থেকে গ্রেফতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারের ব্যাগ চুরিতে অভিযুক্ত৷ অভিুযক্তের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রেল পুলিশ।
এই ঘটনায় অসম থেকে ধৃত যুবকের নাম প্রকাশ বর্মন। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় আসল ঘটনা। নিউ কোচবিহার স্টেশনের কাছে বাইশগুড়ি এলাকাতে যেই জঙ্গলে নিরাপত্তা কর্মীর ব্যাগ লুকিয়ে রেখেছিল, তার কাছের জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুটি আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত অন্য আরেকটি ট্রেনে চেপে অসমে চলে গিয়েছিল বলে জানা গিয়েছে। দুটি আগ্নেয়াস্ত্র রেল পুলিশ উদ্ধার করেছে৷ অভিযুক্তকে কোচবিহার পুলিশের হাতে তুলে দেওয়া হবে৷ পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা ফেরার পথে ট্রেনে ফিরছিলেন। অসম থেকে ফেরার পথেই নিউ কোচবিহার স্টেশনে ঢোকার মুখে এক অফিসার তার সিটের কাছে ব্যাগ রেখে বাথরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন তার ব্যাগ নেই। এ বিষয়ে নিউ কোচবিহার স্টেশনে লিখিত অভিযোগ জানানো হয় নিরাপত্তা রক্ষীর তরফে। রেল পুলিশ বুধবার রাতে তল্লাশি চালায় নিউ কোচবিহার স্টেশনে।
advertisement
জানা গিয়েছে, আজও তল্লাশি চলে বাইশগুড়ি এলাকায়। ব্যাগের মধ্যে দু’টি পিস্তল এবং মোবাইল ফোন ছিল। পিস্তলের মধ্যে কার্তুজও ভর্তি ছিল বলে জানা গিয়েছে। সেগুলি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য আসেনি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: মমতার নিরাপত্তা অফিসারের ব্যাগ-পিস্তল গায়েব কাণ্ডের রহস্য ফাঁস, বেরোল অসম যোগ!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement