সোনার মেয়ে স্বপ্নাকে ১০ লাখ টাকা পুরস্কার মুখ্যমন্ত্রীর, সঙ্গে সরকারি চাকরিও
Last Updated:
#কলকাতা: এশিয়াডে সোনার দৌড় বাংলার স্বপ্না বর্মনের ৷ হেপ্টাথলনে দেশকে এনে দিলেন প্রথম সোনা ৷ বাংলার সেই সোনার মেয়ে স্বপ্নাকে মুখ্যমন্ত্রী শুধু শুভেচ্ছা নয়, স্বপ্নার জন্য ঘোষণা করলেন বিশেষ পুরস্কারও ৷
গতকালই স্বপ্নাকে সোনা জেতার শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এবার স্বপ্না বর্মনকে সরকারি চাকরি ও ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় স্বপ্নার মা বাসনা বর্মনের ৷ এমনকী, মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বপ্নার জলপাইগুড়ির বাড়িতে গিয়েছেন গৌতম দেব ৷
জলপাইগুড়ি শহর থেকে একটু দূরে। পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোষপাড়া। গোটা দেশের মত ঘোষপাড়ার বর্মন পরিবারেরও আজ, বুধবার চোখ ছিল টিভিতে। কারণ বাড়ির মেয়ে স্বপ্না সুদূর জাকার্তায় নেমেছিলেন সন্ধেয়। হেপ্টথলনের ফাইনালে।
advertisement
advertisement
একদিকে যেমন চাপা টেনশন। অন্যদিকে তেমনি আত্মবিশ্বাস। স্বপ্না দেশের মুখ উজ্জ্বল করবে। এমন বিশ্বাস ছিলই ৷ শেষপর্যন্ত এশিয়াডের মঞ্চে দেশ এবং বাংলার নাম উজ্জ্বল করতে সফল তিনি ৷ হেপ্টাথলনে সোনা জিতলেন স্বপ্না ৷ ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
advertisement
সোনা জিততে হেপ্টাথলনের ৭টা ইভেন্টেরও অপেক্ষা করতে হল না স্বপ্নাকে ৷ ৬ নম্বর ইভেন্টেই এদিন সোনা নিশ্চিত করলেন স্বপ্না ৷ এশিয়াডে হেপ্টাথলনে এই প্রথমবার সোনা জয় ভারতের ৷ ৬০২৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন স্বপ্না ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2018 12:13 PM IST