Mamata Banerjee On RG Kar Protest: ডাক্তারদের আন্দোলন নিয়ে 'বেফাঁস' কথা নয়! মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা মমতার

Last Updated:

Mamata Banerjee On RG Kar Protest: মমতা সাফ জানিয়ে দিলেন, এ বার যা বলার তিনিই বলবেন। মন্ত্রীদের উদ্দেশে মমতার কড়া বার্তা, "ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনও কথা বলবেন না। সবাই অনেক বেফাস মন্তব্য করেছেন। যা বলার আমি বলব।"

ডাক্তারদের আন্দোলন নিয়ে 'বেফাঁস' কথা নয়! মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা মমতার
ডাক্তারদের আন্দোলন নিয়ে 'বেফাঁস' কথা নয়! মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা মমতার
কলকাতা: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা অবস্থান করছেন স্বাস্থ্যভবনের দোরগোড়ায়। সেই আবহে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের সতর্ক করলেন তিনি। অনেকেই ইতিমধ্যে বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বলে দাবি তাঁর।
মমতা সাফ জানিয়ে দিলেন, এ বার যা বলার তিনিই বলবেন। মন্ত্রীদের উদ্দেশে মমতার কড়া বার্তা, “ডাক্তারদের আন্দোলন নিয়ে কেউ কোনও কথা বলবেন না। সবাই অনেক বেফাঁস মন্তব্য করেছেন। যা বলার আমি বলব।”
advertisement
advertisement
মন্ত্রিসভার বৈঠকে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “স্বাধীন প্রতিমন্ত্রীদের কাজে লাগান। অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হচ্ছে কিন্তু প্রতিমন্ত্রীদের জানানো হচ্ছে না। সব দফতরের কাজ দিন প্রতিমন্ত্রীদের।”
রাজ্যে শুধুমাত্র পক্সো আইন নিয়ে কাজ করার জন্য পাঁচটি ফাস্ট ট্র্যাক বিশেষ আদালত গঠনের প্রস্তাব এল নবান্ন সূত্রে। আরজিকর আবহের মধ্যেই এই প্রস্তাব আনা হল মন্ত্রীসভার বৈঠকে।
advertisement
এ দিকে বিকেল ৫টা বেজে গেলেও কাজে ফিরলেন না জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্যভবনের সামনে এখনও বিক্ষোভ জারি। ঝাঁটা হাতে স্লোগান দিতে দেখা গেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের।  ৫ দফা দাবি নিয়ে মিছিলে শামিল তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন, এমনই জানায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টস।
advertisement
প্রতীকী মস্তিষ্ক হাতে নিয়ে মিছিলে হাঁটছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের বক্তব্য, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে একের পর এক দুর্নীতি হয়ে গেলেও স্বাস্থ্য ভবনের তরফে এত দিন কোনও পদক্ষেপ করা হয়নি। চিকিৎসকদের অভিযোগ, তাঁদের আন্দোলনকে দমাতে নানা পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ভবনের কর্তাদের ‘মস্তিষ্ক উপহার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। এক জুনিয়র চিকিৎসকের কথায়, “এ বার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন।”
advertisement
সোমবার দুপুরেই আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অমান্য করে কর্মবিরতি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাঁদের দাবি না মানলে কিছুতেই কাজে যোগ দেবেন না, এমনই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee On RG Kar Protest: ডাক্তারদের আন্দোলন নিয়ে 'বেফাঁস' কথা নয়! মন্ত্রীদের সতর্ক করে বড় ঘোষণা মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement