‘হিটলারি কায়দায় দেশ চলছে’, কৃষি বিল ইস্যুতে নরেন্দ্র মোদিকে "উলঙ্গ রাজা " বলে মন্তব্য ক্ষুব্ধ মমতার 

Last Updated:

কৃষি বিল ইস্যুতে জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

#কলকাতা: নরেন্দ্র মোদিকে উলঙ্গ রাজা আর সংসদে কৃষি বিল পাশের দিনটিকে "ব্ল্যাক সানডে" বলে মন্তব্য করে ফের  জোটবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই ঐক্যবদ্ধ লড়াইয়ে " পেছনে থেকে ই আয়োজকের ভূমিকা পালন করতে চান মমতা ।
সোমবার এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন " সব দলকে এক হয়ে লড়তে হবে । যেভাবে সংবিধান এর গণহত্যা হয়েছে তার তীব্র নিন্দা করছি " । মমতা বলেন " ব্ল্যাক সানডে ব্ল্যাক সানডেই থাকবে । এই সরকার মজুদদার ফড়েদের সরকারে পরিণত হয়েছে " ।
জোটবদ্ধ লড়াইয়ের ডাক যদিও নতুন নয় । এর আগেও কেন্দ্র বিরোধী নানা ইস্যুতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছিলেন মমতা । এবার কৃষি বিলকে হাতিয়ার করে সংসদের বাইরে যে রাতভোর যৌথ অবস্থান কর্মসূচিতে শামিল হয়েছেন তৃণমূল সাংসদরা এবার সেই যৌথ লড়াইকেই মাঠের লড়াইয়ে পরিণত করতে চাইছেন মমতা । যৌথ লড়াইয়ের ডাক দিয়েই এদিন সীতারাম ইয়েচুরি এবং যোগেন্দ্র যাদবের নাম চার্জশিটে থাকা নিয়েও সরব হন মমতা । করোনা মরসুমের অভিঘাতের পাশেই  মোদি সরকারের "ভ্রান্ত নীতিতে"  দেশে দুর্ভিক্ষ ও খাদ্য মহামারীর প্রকোপ বাড়ছে বলেও এদিন মন্তব্য করেন মমতা । গায়ের জোরে কৃষি বিল পাস করা হয়েছে বলেও এদিন তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা ।।
advertisement
advertisement
Sourav Guha
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘হিটলারি কায়দায় দেশ চলছে’, কৃষি বিল ইস্যুতে নরেন্দ্র মোদিকে "উলঙ্গ রাজা " বলে মন্তব্য ক্ষুব্ধ মমতার 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement