Mamata Bandopadhyay: মণিপুর ধসে নিহতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিং-এর, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

মুখ্যমন্ত্রী ট্যুইটে জানান শোকবার্তা

#মণিপুর: শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল মণিপুর। মণিপুরের ননে জেলায় বৃহস্পতিবার টুপুল ইয়ার্ড রেলওয়ে নির্মাণস্থলের কাছে ১০৭ টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পে ধস নামে। এখনও পর্যন্ত ১৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দার্জিলিং( ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মি ইউনিট)-এর ৯ জওয়ান।
দুর্ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এদিন তিনি ট্যুইট করেন, '' মণিপুরে ধসে মৃতদের মধ্যে ৯ জওয়ান আমাদের রাজ্যের, দার্জিলিং ( ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মি ইউনিট)-এর বাসিন্দা, এ'কথা জানতে পেরে আমি শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।''
advertisement
advertisement
এখনও সাত জন জওয়ান-সহ কমপক্ষে ৫৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইজাই নদীর কাছে ধ্বংসস্তূপে তাঁরা চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এখনও পর্যন্ত টেরিটোরিয়াল আর্মির ১৩ জন জওয়ান ও পাঁচ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Bandopadhyay: মণিপুর ধসে নিহতদের মধ্যে ৯ জওয়ান দার্জিলিং-এর, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement