নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন মাকে

Last Updated:

কলকাতায় এলে নোবেল জয়ীকে সংবর্ধনা দেওয়ার কথাও ভেবেছে রাজ্য সরকার ৷

#কলকাতা: কলকাতার ছেলের নোবেল জয় ৷ বাঙালি হিসেবে গর্বিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানাতে মঙ্গলবার গেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ৷ অভিজিতের মা নির্মলাদেবীর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দিলেন ফুলের তোড়া ও মিষ্টি ৷
অমর্ত্য সেনের পর আরও একবার নোবেল বাঙালি অর্থনীতিবিদের ঝুলিতে ৷ দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করে স্ত্রী এস্থার ডাফলো এবং অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে নোবেল পুরস্কার জিতেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবান্নে বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় সোজা হিন্দুস্থান পার্কে নির্মলা দেবীর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে মুখোমুখি দেখা করেন ৷ সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে সোমবার অভিজিতের নোবেল জয়ের খবর আসতেই ফোন করে তাঁর মা নির্মলাদেবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷এদিন  প্রায় ঘণ্টা খানেক ছিলেন সেখানে ৷
advertisement
এমাসের শেষেই মায়ের সঙ্গে দেখা করতে কলকাতা আসতে পারেন নোবেলজয়ী এমআইটি-র গবেষক অভিজিৎ ৷ সেসময় তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতায় এলে নোবেল জয়ীকে সংবর্ধনা দেওয়ার কথাও ভেবেছে রাজ্য সরকার ৷অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা-ও অর্থনীতিবিদ। একসময় অধ্যাপনা করতেন। কৃষি, ও গ্রামীণ ক্ষেত্রে তাঁকে রাজ্য সরকার কাজে লাগাতে চায় বলে জানান মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, ফুল-মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালেন মাকে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement