মাতোয়ারা মল্লিকবাড়ি, ষোড়শ উপাচারে দেবী দুর্গার পুজো
Last Updated:
পুজো উপলক্ষ্যে ধুমধাম মল্লিকবাড়িতে। রবিবার সকালে মহাষ্টমীর ষোড়শ উপাচার দিয়ে শুরু হয় পুজো অর্চনা।
#কলকাতা: পুজো উপলক্ষ্যে ধুমধাম মল্লিকবাড়িতে। রবিবার সকালে মহাষ্টমীর ষোড়শ উপাচার দিয়ে শুরু হয় পুজো অর্চনা।
কুমারীকে নিজে হাতে সাজিয়ে দেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা। একশো আট পদ্ম অর্ঘ্য দেওয়া হয় দেবী দুর্গাকে। মল্লিক বাড়িতে সেলিব্রিটি ও অন্যান্যদের ভিড় ছিল দেখার মতো।
কোয়েলের আমন্ত্রণে মল্লিক বাড়ির পুজো দেখতে আসেন বলিউড তারকা আশিস বিদ্যার্থীও। মল্লিকর পরিবারের সদস্যদের সঙ্গে সেলফি তোলায় মেতে ওঠেন তিনি। হাজির ছিলেন মল্লিক বাড়ির জামাই নিসপাল সিং রানেও।
advertisement
advertisement
পুজো ব্যবস্থাপনার কাজকর্ম করতেও দেখা যায় তাঁকে। অতিথিদের অভ্যর্থনা জানানোর দায়িত্বে ছিলেন মল্লিকবাড়ির মেয়ে কোয়েল।
সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দিতে মানুষের ভিড় ৷ দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন অষ্টমী । বাঙালির বাঁধ ভাঙা আবেগ আর উৎসবের উচ্ছ্বাসে দেবীপক্ষের সঙ্গে পুজো শুরু হয়ে গিয়েছে বহু আগেই ৷ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় সকাল থেকেই ঠাকুর দেখতে পড়েছে বহু মানুষ ৷ পুজো উদ্যোক্তাদের আশা, অষ্টমীর ভিড় সপ্তমীর ভিড় কেউ ছাপিয়ে যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2016 4:12 PM IST