Kolkata News|| নদীতে ভাটা পড়লেই চলে আসছে একের পর এক নৌকা! গঙ্গার বুকে চলছে রমরমা ব্যবসা!
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Major Soil treading takes place in kolkata: নদীর উপকূল বা চর নিয়ে সারা দেশ জুড়ে বড়ো অপরাধ চক্র চলে।নদী নিয়ে মানুষের আবেগ থাকলেও চিন্তা খুবই কম। যার কারণে প্রতিবাদ বা অভিযোগ অনেক কম হয়।
#কলকাতা: মাটি চোরেরা কলকাতার ভিত কাটছে নর্থ পোর্ট থানার পাশেই। জোয়ার হলেই দেখা যায়, বেশ কিছু নৌকা বাবু ঘাটের পাশে এসে দাঁড়ায়। ভাটা হওয়ার সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে পাড়ের মাটি কেটে নৌকায় তুলতে শুরু করে। সেই মাটি কেটে নিয়ে চলে যায় কলকাতার বাইরে। এই ধরনের কাণ্ড প্রতিদিন চলছে। জোয়ারের সময় কমপক্ষে ২০-২৫টি নৌকা চলে আসে ওখানে। প্রত্যেকটি নৌকা প্রায় ৫ হাজার ঘনফুট মাটি কেটে নিয়ে যায় বলে অভিযোগ। খোলাখুলি ভাবে এই মাটি চুরির চক্র চলছে। বাবুঘাটের পাশে পার্কের গা ঘেঁসে মাটি চুরি চলছে।
কলকাতা পোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি নৌকার রিভার ট্রাফিক চালান কাটা আছে। কিন্তু গঙ্গার মাটি কেটে নিয়ে যাওয়ার কোনও অনুমতি নেই। এই বিষয়ে কলকাতা পুলিশের ডিসি বন্দরের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি শুনতে শুনতে ফোন কেটে দেন। বিষয়টি পুনরায় জানানোর জন্য ফোন করলে, আর ফোন ধরেননি।

advertisement
advertisement
বিশেষজ্ঞদের ধারণা, এ ভাবে নদীর পাড়ের মাটি কাটলে, নদীর গতিপথ পরিবর্তন হলে, ক্ষতিগ্রস্থ হতে পারে নদীর উপকূল। বাবুঘাট পার্কের কর্মীদের বক্তব্য, এই মাটি চুরি চক্রের পেছনে বড় মাথা কাজ করে। যারা মাটি কাটছিল, তাদের মধ্যে রোহিত কয়াল বলে, 'আমরা প্রত্যেকে উলুবেড়িয়া, বাউড়িয়া থেকে আসি। এই মাটি ইট ভাটায় বিক্রি করি। গঙ্গার মাটি পলিমাটি হওয়ার জন্য ইট ভাল হয়।'
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই হেড স্যার-ভূগোল শিক্ষকের তুমুল মারামারি! কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ভিডিও তুমুল ভাইরাল...
সূত্রের খবর, মাঝে মাঝে কুমোরটুলিতে ঠাকুর তৈরির জন্য এখান থেকে মাটি কেটে নিয়ে যায়। থানা সেই জেনেই মৌখিক অনুমতি দেয় হয়তো।কিন্তু সেই সুযোগ নিয়ে, রীতিমত ইট ভাটায় চড়া দামে বিক্রি করে মাটি চোরেরা। এক নৌকা মাটির দাম ১৫ হাজার টাকা নেয়। বাবুঘাটের ডান পাশে যেভাবে প্রতিদিন মাটি কেটে বড়ো বড় গর্ত সৃষ্টি হয়েছে, তাতে নদীতে নোঙ্গর করে থাকা অন্যান্য লঞ্চ স্টিমারের কর্মীদের বক্তব্য, ওই এলাকায় নদীর পাড় খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রশাসনের উচিত চোরদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া।
advertisement
SHANKU SANTRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2022 3:21 PM IST