BJP Bengal: বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল! দায়িত্বে ১৫ জন নতুন মুখ, নতুন জেলা জঙ্গিপুর

Last Updated:

BJP Bengal: নতুন জেলা হিসেবে জঙ্গিপুরের আত্মপ্রকাশও করা হয় আজ, রবিবার।

বিজেপিতে রদবদল
বিজেপিতে রদবদল
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যের সাংগঠনিক রদবদল করা হয়েছিল। এবার তালিকায় পশ্চিমবঙ্গ। পঞ্চায়েত ভোট মিটতেই সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল ঘটালো বঙ্গ বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে লোকসভা কেন্দ্র ভিত্তিক নতুন জেলা সভাপতিদের নাম প্রকাশ করল রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে যাদবপুর সাংগঠনিক জেলার নতুন সভাপতির নামও ঘোষণা করা হল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে ৪৩টি সাংগঠনিক জেলার জেলা সভাপতিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হল।
যার মধ্যে নতুন জেলা সভাপতিদের তালিকায় নতুন মুখ ১৫ জন। দক্ষিণ কলকাতা সহ একাধিক জেলার জেলা সভাপতি বদল করা হয়েছে।
নতুন সাংগঠনিক জেলা যাদবপুরের নতুন জেলা সভাপতি পদে বসানো হল কুন্তল চৌধুরীকে।
advertisement
কলকাতা দক্ষিণ জেলা সভাপতির দায়িত্ব এতদিন সামলেছেন সংঘমিত্রা চৌধুরী। তাঁর পরিবর্তে কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতি করা হলো অনুপম ভট্টাচার্যকে।
advertisement
আলিপুরদুয়ারের নতুন জেলা সভাপতি করা হল বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গাকে।
এছাড়াও পার্থসারথি চট্টোপাধ্যায়, বিমান ঘোষ, তাপসী মণ্ডল, অমরনাথ শাখা-সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হল। শিলিগুড়ির পাশাপাশি বনগাঁ, আসানসোল, আরামবাগ, বারাসাত, ব্যারাকপুর, তমলুক, কাঁথি সহ একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল করা হয়েছে।
advertisement
নতুন জেলা হিসেবে জঙ্গিপুরের আত্মপ্রকাশও করা হয় আজ, রবিবার।
বিজেপি সূত্রের খবর, যে সমস্ত জেলা সভাপতিদের সরিয়ে দেওয়া হল তাঁদের বিরুদ্ধে নানান অভিযোগ দলীয় স্তরে আসছিল। লোকসভা ভোটের আগে এক প্রকার নতুন মুখকে সামনে রেখেই সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে মরিয়া বঙ্গ বিজেপি। কয়েকদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ খোয়ান দিলীপ ঘোষ। এবার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপির একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতিদেরও পদ থেকে সরিয়ে দিল রাজ্য নেতৃত্ব। রবিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য বিজেপির তরফে সেখানে অনেক জেলার জেলা সভাপতিদের আবার পুনর্বহালও করা হয়েছে। ইতিমধ্যেই নতুন তালিকা সামনে আসার পর বিভিন্ন নেতৃত্বের মধ্যে আদি নব্য দ্বন্দ্বের ক্ষোভ দানা বেঁধেছে বলে বিজেপির একটা সূত্র দাবি করছে। জেলা সভাপতি বদল এবং নতুন জেলা সভাপতি মনোনীত হওয়া ১৫ জন নতুন মুখকে অবিলম্বে সাংগঠনিক কাজে নেমে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে বলে দলীয় সূত্রের খবর। যে সমস্ত জেলা সভাপতিদের বদল ঘটানো হলো, গত পঞ্চায়েত নির্বাচনে তাঁদের সাংগঠনিক জেলায় আশানুরূপ ফল না হওয়ার কারণেই তাঁদেরকে সরিয়ে দেওয়া হল বলেই মত রাজনৈতিক মহলের। লোকসভা ভোটের আগে দলীয় স্তরে শুধুমাত্র বেশ কয়েকজন জেলা সভাপতিদের সরিয়ে দিয়ে ঝাঁকুনি দেওয়াই নয়, আগামী দিনে সাংগঠনিক স্তরে আরও বেশ কিছু বদল করা হবে বলেও জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
BJP Bengal: বঙ্গ বিজেপিতে বিরাট রদবদল! দায়িত্বে ১৫ জন নতুন মুখ, নতুন জেলা জঙ্গিপুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement