#কলকাতা: বিদ্যাসাগর সেতুর আদলে তৈরি হবে মাঝেরহাট সেতু ৷ নতুন সেতু তৈরির নকশায় অনুমোদন দিল নবান্ন ৷ রেল ও রাজ্য সরকার নকশা চূড়ান্ত করবে ৷ চার লেনের সেতু তৈরি হবে ৷ নয়া নকশায় সেতু তৈরিতে বাড়তি ২১ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকার ৷ এমনটাই নবান্ন সূত্রে খবর ৷
১৬০ কোটি ব্যয়ে মাঝেরহাটে তৈরি হতে চলেছে নয়া ব্রিজ ৷ ব্রিজ তৈরির টেন্ডার প্রক্রিয়া শেষ ৷ পঞ্জাবের একটি সংস্থাকে ব্রিজ তৈরির বরাত দিয়েছিল রাজ্য ৷ এবার সেই ব্রিজ তৈরির প্রক্রিয়াই চূড়ান্ত করল রাজ্য সরকার ৷ তবে, তার জন্য অতিরিক্ত ২১ কোটি টাকা খরচ হবে ৷
ব্রিজ তৈরির বরাত পাবে কোন সংস্থা সেই বিষয়ে সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের একটি কনস্ট্রাকশন কোম্পানিকে।
আরও পড়ুন: রাম মন্দির নিয়ে মেগা র্যালি RSS-VHP-র, বিজেপি 'বাদ' !
গত সেপ্টেম্বর মাসে ঘটে সেই ভয়াবহ ঘটনা ৷ বিকেলের ব্যস্ত সময়ে হঠাৎই বিপর্যয়। চোখের সামনে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজের একাংশ ৷ দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকা । যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায়, অবরুদ্ধ হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। একবালপুর ও বেহালার মধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ । চরম সমস্যায় পড়েন বেহালাবাসীরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।