corona virus btn
corona virus btn
Loading

মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

মাঝেরহাট সেতু বিপর্যয়ে মৃত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও একটি মৃতদেহ

বৃহস্পতিবার সকালে ব্রিজের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও একটি মৃতদেহ

  • Share this:

#কলকাতা: বৃহস্পতিবার সকালে ব্রিজের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল আরও একটি মৃতদেহ ৷ দেহটি নিঁখোজ মেট্রো শ্রমিক গৌতম মণ্ডলের বলে শনাক্ত করা হয়েছে ৷ এর সঙ্গে সঙ্গেই ব্রিজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ ৷ গতকাল বিকেলে উদ্ধার হয় অন্য নিঁখোজ শ্রমিক প্রণব দে’র মৃতদেহ ৷ দুর্ঘটনার দিনই ব্রিজ ভেঙে মৃত্যু হয় বেহালার শীলপাড়ার বাসিন্দা সৌমেন বাগের ৷

মঙ্গলবার বিকেল থেকে আশা-আশঙ্কার দোলাচলে ছিলেন মন্ডল পরিবার। ব্রিজ বিপর্যয়ের পর যত সময় পেরিয়েছে কমেছে আশা ৷ বুধবার বিকেলে অন্য নিঁখোজ শ্রমিক প্রণব দে’র মৃতদেহ উদ্ধারের পরই শেষ হয়ে যায় সব আশা ৷ বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপের নীচ থেকে বের করে আনা হয় গৌতম মন্ডলের দেহ ৷

আরও পড়ুন 

ওজন কমাতে প্রাণ ভরে খান চুমু

পরিবারের হাল ফেরাতে কলকাতায় মেট্রো রেলের কাজে এসেছিলেন মুর্শিদাবাদের লালবাগের বড়ারপাড়ার বাসিন্দা গৌতম মণ্ডল ও তাঁর ছেলে তোতন। বাড়ি এসেছিলেন গত সপ্তাহে। মঙ্গলবার দুপুরে বাড়িতে কথাও হয়। বিকেলে কাজের ফাঁকে রান্না করছিলেন গৌতম। তখনই নেমে এল বিপর্যয়। দুর্ঘটনার পর থেকেই নিঁখোজ ছিলেন তিনি ৷ দুঃসংবাদটা বাড়িতে ফোন করে মা-কে জানান তোতনই। তারপর থেকে আর দু চোখের পাতা এক করতে পারেননি অনিতা মণ্ডল। শেষ আশাটুকুও শেষ হয়ে গেল এদিন ৷

মাঝেরহাট ব্রিজের ভেঙে পড়া অংশে এখনও চলছে উদ্ধারকাজ ৷ উদ্ধারকাজে এনডিআরএফ, দমকল ও পুলিশ ৷ যদিও ধ্বংসস্তূপে আর কেউ আটকে নেই বলেই অনুমান বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৷

First published: September 6, 2018, 9:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर