Mahua Moitra: 'বিজেপির মুখোশ খুলে দেওয়ার লড়াই চালাচ্ছেন'..., মহুয়ার পাশে থাকার বার্তা তৃণমূলের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mahua Moitra: "এথিক্স কমিটি আনএথিক্যাল কাজ করছে।" মহুয়া মৈত্রের সদস্য পদ থেকে বহিষ্কারের অনুমোদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলের পক্ষ থেকে এমনটাই বললেন কুণাল ঘোষ।
কলকাতা: “এথিক্স কমিটি আনএথিক্যাল কাজ করছে।” মহুয়া মৈত্রের সদস্য পদ থেকে বহিষ্কারের অনুমোদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দলের পক্ষ থেকে এমনটাই বললেন সাংসদ কুণাল ঘোষ। এই প্রসঙ্গে বিজেপিকে একহাত নিয়ে কুণাল বলেন, “এথিক্স কমিটি যা কাজ তার উল্টো কাজ করছে। যেখানে একের পর এক বিজেপি সাংসদের বিরুদ্ধে অভিযোগ পেন্ডিং রয়েছে। এথিক্স কমিটি তখন সবুজ সংকেত দেয় না।”
মহুয়া নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানায় তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় আরও বলেন, “বিজেপি আসলে যারা তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। জনবিরোধী নীতি নিয়ে যারা সরব তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। ভোটে হারাতে পারে না। তাই এই সব করছে।”
“মহুয়া একাই লড়াই লড়তে সচেষ্ট। বিজেপির মুখোশ খুলে দেওয়ার লড়াই তিনি চালাচ্ছেন। সাংসদ পদ খারিজের সুপারিশের তীব্র বিরোধিতা করছি। দেশ প্রতিবাদ করছে। ব্যাকডোর পলিটিক্স করছে বিজেপি । তারা রাজনৈতিক ভাবে পারছে না। তারা দুর্বল আর তাই এই কাজ করছে।”
advertisement
advertisement
একইসঙ্গে মহুয়ার সপক্ষে সুর চড়িয়ে কুণালের মন্তব্য, “মহুয়া মৈত্র্য স্পষ্ট ভাবে উত্তর দিয়েছেন। এর সঙ্গে জাতীয় সুরক্ষার আপোষের কোনও সম্পর্ক নেই। মহিলা সাংসদকে যা প্রশ্ন করা হয়েছে তা পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য বই কিছু নয়।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2023 6:47 PM IST







