• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু ধোনির

বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু ধোনির

 বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

 • Share this:

  #কলকাতা:  সামনে আইপিএল। কিন্তু বিজয় হাজারে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টিম ঝাড়খণ্ডকে নিয়ে নেমে পড়লেন অনুশীলনে।

  ধোনি চমক চলছে। বুধবার হাটিয়া এক্সপ্রেসে কলকাতায় এসে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার নতুন রঙে নামলেন ইডেনে। মাথায় পানামা হ্যাটে প্রথমে ভারতের প্রাক্তন অধিনায়ককে চিনতে একটু অসুবিধাই হচ্ছিল। কিন্তু ক্যামেরার ফোকাস সামনে আসতেই সেই চিরাচরিত হাসি।

  টিম ঝাড়খণ্ডকে নিয়ে ইডেনে নেমে পড়লেন মাহিভাই। ২৫ তারিখ টুর্নামেন্টের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ কর্নাটক। এদিন টিম বাসে করেই মাঠে আসেন। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর দফায় দফায় টিমকে নিয়ে বৈঠক করেন। এরমধ্যেই কখনও বোলার, কখনও ব্যাটসম্যান মাহি। আর কয়েকদিন পরেই শুরু হবে দশম আইপিএল। স্টিভ স্মিথের পুণের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু তাঁর টার্গেট ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সেই প্রস্তুতি লক্ষ্মীবারের ইডেন থেকেই শুরু করলেন মহেন্দ্র সিং ধোনি।

  First published: