#কলকাতা: পরীক্ষাচালীন কড়া নজরদারি, ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্নপত্র ঘুরে বেরাল সোশ্যাল মিডিয়ায় ৷ পরীক্ষা চলাকালীন প্রশ্ন আগলানোর সমস্ত চেষ্টাই ব্যর্থ ৷ মোবাইল সহ রাজ্যের ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আটক মোট চার পরীক্ষার্থী ৷ পর্ষদের দাবি, এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরা প্রশ্নপত্রের সঙ্গে এদিনের মূল প্রশ্নপত্রের মিল নেই ৷মালদার রতুয়ায় বৈদ্যনাথপুর হাই স্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গাইড দেওয়ার সময়।ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রশ্নপত্র হোয়াটস অ্যাপ করতে গিয়ে বারাকপুরে হাতে নাতে ধরা পড়ে ৩ পরীক্ষার্থী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik Examinations, Madhyamik Examinations2020, Madhyamik Question Paper Leak, Madhymik, Paper viral, Question paper viral, Rules and regulation of madhyamik 2020, মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ২০২০