Madhyamik Exam: মাধ্যমিকের দ্বিতীয়দিনেও Whatsapp-এ ঘুরল প্রশ্ন, মোবাইল সহ আটক ৪ পরীক্ষার্থী
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
পর্ষদের দাবি, এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরা প্রশ্নপত্রের সঙ্গে এদিনের মূল প্রশ্নপত্রের মিল নেই ৷
#কলকাতা: পরীক্ষাচালীন কড়া নজরদারি, ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও মাধ্যমিকের দ্বিতীয় দিনেও প্রশ্নপত্র ঘুরে বেরাল সোশ্যাল মিডিয়ায় ৷ পরীক্ষা চলাকালীন প্রশ্ন আগলানোর সমস্ত চেষ্টাই ব্যর্থ ৷ মোবাইল সহ রাজ্যের ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আটক মোট চার পরীক্ষার্থী ৷ পর্ষদের দাবি, এদিন সোশ্যাল মিডিয়ায় ঘোরা প্রশ্নপত্রের সঙ্গে এদিনের মূল প্রশ্নপত্রের মিল নেই ৷
মালদার রতুয়ায় বৈদ্যনাথপুর হাই স্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গাইড দেওয়ার সময়।ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও প্রশ্নপত্র হোয়াটস অ্যাপ করতে গিয়ে বারাকপুরে হাতে নাতে ধরা পড়ে ৩ পরীক্ষার্থী ৷
পরীক্ষার দ্বিতীয়দিনও প্রশ্নপত্র বাইরে আসার ঘটনা সামনে আসতেই উদ্যোগী মধ্যশিক্ষা পর্ষদ ৷ প্রশ্নপত্র আগলাতে এবার ডাক পড়ল সাইবার বিশেষজ্ঞদের ৷ নবান্ন থেকে সাইবার ক্রাইমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের আধিকারিকরা গিয়েছেন। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বেরোনো নিয়েই মূলত বৈঠকটি পর্ষদ সভাপতি ও সাইবারক্রাইমের বিশেষজ্ঞদের মধ্যে। বৈঠকে রয়েছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
এর আগে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা চলাকালীন ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হয় ৷ এমনকী শুধু পড়ুয়াদেরই নয়, শিক্ষকদেরও স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয় ৷ পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা যে কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে ঢোকা যাবে না বলে জানিয়েছিল পর্ষদ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 4:00 PM IST