Madhyamik Exam: আজও মাধ্যমিকের প্রশ্ন ঘুরল হোয়াটসঅ্যাপে, মালদহে মোবাইল-সহ আটক পরীক্ষার্থী
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মালদহের রতুয়ায় বৈদ্যনাথপুর হাই স্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গার্ড দেওয়ার সময়।
#কলকাতা: ইন্টারনেট বন্ধ করেও মাধ্যমিকের প্রশ্ন আগলে রাখা যাচ্ছে না৷ আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা৷ হোয়াটস অ্যাপ-এ ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্ন৷ সোশ্যাল মিডিয়াতেও চলছে শেয়ার করা৷ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ৷ অন্যদিকে মালদহের বৈদ্যনাথপুর হাইস্কুলে এক মাধ্যমিক পরীক্ষার্থীর কাছে পাওয়া গেল মোবাইল৷ ওই ছাত্রকে আটক করা হয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদে গেলেন সাইবার বিশেষজ্ঞরা৷ তবে হোয়াটসঅ্যাপ-এ ছড়িয়ে যাওয়া প্রশ্নের সঙ্গে আসল প্রশ্নের কোনও মিল পাওয়া যায়নি৷
নবান্ন থেকে সাইবার ক্রাইমের অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের আধিকারিকরা গিয়েছেন। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র বেরোনো নিয়েই মূলত বৈঠকটি পর্ষদ সভাপতি ও সাইবার ক্রাইমের বিশেষজ্ঞদের মধ্যে। বৈঠকে রয়েছেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা৷
প্রশ্ন ফাঁস রুখতে বিভিন্ন জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে৷ পুলিশি নজরদারিও চলছে৷ তা সত্ত্বেও মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ঘুরছে হোয়াটসঅ্যাপে৷ মাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও বীরভূমের কয়েকটি ব্লকে৷
advertisement
advertisement
এরপরেও আজ ইংরেজির প্রশ্ন হোয়াটসঅ্যাপে ঘুরতে দেখা গিয়েছে৷ কী ভাবে প্রশ্ন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছে? তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন৷ আজ অর্থাত্ বুধবার মালদহের বৈদ্যনাথপুর হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে এক ছাত্রের কাছে মোবাইল উদ্ধার হয়েছে৷ তাকে আটক করা হয়েছে৷
মালদহের রতুয়ায় বৈদ্যনাথপুর হাই স্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গার্ড দেওয়ার সময়। ইতিমধ্যেই ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
advertisement
গত বছরও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2020 2:26 PM IST