Madhyamgram Station MakeOver: নিত্যযাত্রীদের জন্য সুখবর! ঢেলে সাজছে শিয়ালদহ-বনগাঁ বিভাগের মধ্যমগ্রাম স্টেশন
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Madhyamgram Station MakeOver: শহরতলির অন্যতম ব্যস্ত রেল স্টেশন এটি৷ বিমানবন্দরের কাছে এই স্টেশন দিয়ে প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। কাছাকাছি মেট্রো স্টেশন চালু হচ্ছে
কলকাতা: মধ্যমগ্রাম স্টেশনের পুনরুন্নয়ন ঘটাচ্ছে পূর্ব রেল। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে রেল। শিয়ালদহ ডিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। শহরতলির অন্যতম ব্যস্ত রেল স্টেশন এটি৷ বিমানবন্দরের কাছে এই স্টেশন দিয়ে প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। কাছাকাছি মেট্রো স্টেশন চালু হচ্ছে। ফলে আগামীদিনে এই স্টেশন দিয়ে বহু যাত্রী যাতায়াত করবেন।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে মধ্যমগ্রাম স্টেশনটির পুনঃউন্নয়ন ও আধুনিকীকরণের কাজ বর্তমানে পুরোদমে চলছে। যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সামগ্রিক পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগটি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে চিহ্নিত স্টেশনগুলিকে পুনরুন্নয়নের লক্ষে সামগ্রিকভাবে জোর দেওয়া হয়েছে । মধ্যমগ্রাম স্টেশনের পুনঃ উন্নয়নের জন্য মোট বরাদ্দ অর্থ ₹১৩.২৭ কোটি ।
advertisement

advertisement
আরও পড়ুন : চিংড়িঘাটায় গাড়ির গতিপথ বদল এয়ারপোর্ট-নিউ গড়িয়া রুটের মেট্রোর কাজের জন্য, বাড়ি থেকে বেরনোর আগে জানুন
শিয়ালদহ – বনগাঁ সেকশনের মধ্যমগ্রাম স্টেশনটি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। স্টেশনটি কলকাতা এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে , যা স্থানীয় জনগণের সেবা করে এবং বিমানবন্দর ও শিয়ালদহ স্টেশনে সুবিধাজনক অ্যাক্সেস দেয়এবং বৃহত্তর অঞ্চল জুড়ে যাত্রীদের জন্য উন্নত সংযোগ নিশ্চিত করে।
advertisement
পুনঃউন্নয়ন প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে :
বিদ্যমান সম্মুখভাগের উন্নতি – সার্কুলেটিং এরিয়ার উন্নতি- টয়লেট, ওয়েটিং হল, বেঞ্চ, আলো, পাখা ইত্যাদির পরিবর্তন- স্ট্যান্ডার্ড সাইনেজ- গ্রানাইট দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম মেঝে- কংকোর্স এরিয়ার উন্নয়ন- এনার্জি সংরক্ষণের জন্য সোলার প্লেটস – সাইনেজ – ট্রেন তথ্য প্রদর্শন বোর্ড এবং PA সিস্টেম। শ্রী কৌশিক মিত্র, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “সমাপ্তির পরে, সংস্কার করা মধ্যমগ্রাম স্টেশনটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হবে , যা যাত্রীদের জন্য ব্যাপকভাবে উন্নত ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেবে। এই প্রচেষ্টা রেলওয়ের পরিকাঠামোর আধুনিকীকরণ এবং অঞ্চল জুড়ে বিরামহীন সংযোগ বৃদ্ধির প্রতি আমাদের প্রতিশ্রুতির উপর জোর দেয়।“
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2024 11:55 AM IST










