Madan Mitra Vs Dilip Ghosh : 'দেবাঞ্জন-দিলীপ যোগ' অভিযোগ মদন মিত্রের, পাল্টা 'জোকার' খোঁচা বিজেপি সভাপতির...

Last Updated:

কসবার ভুয়ো ভ্যাকসিন (Kasba Fake vaccine) কাণ্ডের নায়ক দেবাঞ্জন দেব (Debanjan Deb)-ইস্যুতে এবার দিলীপ ঘোষকেই (Dilip Ghosh) দায়ী করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। পাল্টা খোঁচা দিলীপের।

জাল ভ্যাকসিন কাণ্ডের গোটা ঘটনার নেপথ্যে বিজেপির গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করে মদন বৃহস্পতিবার বলেন, “দিলীপবাবু বলছেন বিভিন্ন জেলায় জেলায় দেবাঞ্জনরা রয়েছে। কোথায় কোথায় রয়েছে তার তালিকাও নাকি ওদের কাছে রয়েছে। আসলে ওনারাই তো দেবাঞ্জনদের ঢুকিয়েছেন, তাই ওঁদের জানারই কথা। ওঁদের জেরা করলেই সবার নাম জানা যাবে।” পাশাপাশি এদিন মদন মিত্র বলেন, প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। দ্রুতই এহেন অপরাধে জড়িতরা ধরা পড়বে।
advertisement
এদিকে চুপ নেই দিলীপ ঘোষ-ও। মদনের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে মদন মিত্রকে রীতিমতো ‘জোকার’ বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ কয়েকজন জোকার আছেন তাঁদের মধ্যে উনি একজন। উনি কী বললেন, তাতে কেউ কোনওদিন গুরুত্ব দেন না। তাই ওটা নিয়ে ভাবনার কিছু নেই। উনি রাতে বলেছেন নাকি দিনে, সেটাও দেখার।”
advertisement
advertisement
পাশাপাশি এই ভ্যাকসিন জালিয়াতির ঘটনায় সকলের বিরুদ্ধে তদন্তের দাবিও জানিয়েছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, সম্প্রতি কসবায় ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালানোর অভিযোগ ওঠে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। পরবর্তীতে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন ধরে পুরসভার অন্দরে সমান্তরাল চক্র চালিয়ে যাচ্ছিল দেবাঞ্জন। সরকারের একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে তাকে। নাম পাওয়া গিয়েছে সরকারি নেতা-আমলাদের সঙ্গে এক ফলকেও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra Vs Dilip Ghosh : 'দেবাঞ্জন-দিলীপ যোগ' অভিযোগ মদন মিত্রের, পাল্টা 'জোকার' খোঁচা বিজেপি সভাপতির...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement