'কান খুলে শুনে রাখুন...' প্রকাশ্যে চরম হুঁশিয়ারি মদন মিত্রের, কী দেখে মুহূর্তে খেপে গেলেন কামারহাটির বিধায়ক?

Last Updated:

Madan Mitra: কর্মীসভায় হাজিরা কম। প্রকাশ্য কর্মীসভায় ক্ষোভ উগরে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের হুশিয়ারি, 'এবার একটা মিটিং ডাকতে বলব। কারা কারা মিটিংয়ে আসবেন না তার প্রতিযোগিতার জন্য। কেউ যদি মনে করেন মিটিং-এ আসবেন না, তাহলে কান খুলে শুনে রাখুন...'

মদন মিত্র
মদন মিত্র
কামারহাটি : কর্মীসভায় হাজিরা কম। প্রকাশ্য কর্মীসভায় ক্ষোভ উগরে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের হুশিয়ারি, “এবার একটা মিটিং ডাকতে বলব। কারা কারা মিটিংয়ে আসবেন না তার প্রতিযোগিতার জন্য। কেউ যদি মনে করেন মিটিং-এ আসবেন না, তাহলে কান খুলে শুনে রাখুন ২৪ ঘণ্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেয় কামারহাটিতে তৃনমুলের দরজা বন্ধ তাহলে তৃনমুলের নেতাদের পায়ের তলায় পড়বেন এসে সবাই।”
এরপরেই কর্মীসভায় মদন মিত্রের হুঙ্কার, “এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন তাঁদের মধ্যে ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন।” নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে শোরগোলের মধ্যেই তৃণমূলের চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের! ইতিমধ্যে তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বৃহস্পতিবার কামারহাটির নজরুল মঞ্চে তৃণমূলের কর্মিসভা ছিল। সেখানে ভাষণ দেওয়ার সময় দলের একাংশকে বার্তা দিতে গিয়ে তৃণমূল আমলে চাকরি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র।কামারহাাটি তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে আমি জানি না, অন্য কোথায় কে কী বলবে, এখানে যাঁরা আছেন, তার অন্তত ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে।”
advertisement
সুবীর দে
বাংলা খবর/ খবর/কলকাতা/
'কান খুলে শুনে রাখুন...' প্রকাশ্যে চরম হুঁশিয়ারি মদন মিত্রের, কী দেখে মুহূর্তে খেপে গেলেন কামারহাটির বিধায়ক?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement