Madan Mitra: কাতার থেকে ফিরছেন মদন, মমতার জন্য আনছেন বিশ্বকাপের দারুণ উপহার
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মদন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীই তাঁকে বিশ্বকাপ দেখতে আসার অনুমতি দিয়েছেন৷
#কলকাতা: কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখে ফিরছেন মদন মিত্র৷ তবে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদন নিজেই জানিয়েছেন, কাতার থেকে মুখ্যমন্ত্রীর জন্য এবারের বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই আল রিহালা নিয়ে আসছেন তিনি৷
কয়েকদিন আগেই কাতারে পৌঁছন মদন৷ যদিও তাঁর বিশ্বকাপ যাত্রা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল৷ কারণ বিধানসভার শীতকালীন অধিবেশনে সব বিধায়ককে হাজির থাকতে কড়া নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ অধিবেশন শেষ হওয়ার কথা আজ৷ ফলে মদনের কাতার যাত্রা পিছিয়ে যাওয়ার কথা ছিল৷
advertisement
advertisement
মদন অবশ্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীই তাঁকে বিশ্বকাপ দেখতে আসার অনুমতি দিয়েছেন৷ তাই বিধানসভার অধিবেশনের মধ্যেই মরুদেশে বিশ্বকাপ দেখতে পৌঁছে যান মদন৷ আর্জেন্টিনা- মেক্সিকোর খেলা মাঠে বসে দেখেন মদন৷ দেখেছেন ব্রাজিলের খেলাও৷ কাতারে পৌঁছে মাঠে খেলা দেখতে গিয়ে গ্যালারিতে বসেই মুখ্যমন্ত্রীতে ধন্যবাদ জানান মদন৷
কলকাতা ফেরার আগেও মদন বলেছেন, 'মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে আসতে পারতাম না৷ আমি পাবলিক সার্ভেন্ট৷ এখন অধিবেশন চলছে, তাই আমাকে হাজির থাকতেই হত৷ কিন্তু গত ২৩ তারিখ আমাকে বিধানসভায় দেখেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? আমি বললাম তুমিই তো বললে কয়েকদিন পরে যেতে৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী আমায় বললেন, যাও যাও ঘুরে এস৷'
advertisement
এর পরে আর দেরি করেননি মদন৷ কাতারের উদ্দেশে রওনা দেন তিনি৷ কাতারে আরব শেখে পোশাকেও দেখা গিয়েছে মদনকে৷ মুখে শোনা গিয়েছে 'আল হাবিবি!' বিশ্বকাপের শেষ পর্বে আরও একবার মদনের কাতার যাওয়ার কথা৷
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে আসছেন কেন? মদনের জবাব, 'এই সেই মুখ্যমন্ত্রী যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন ক্লাবগুলিকে টাকা দেও৷ সেই টাকায় ক্লাবগুলি পরিকাঠামো তৈরি করেছেন৷ সরকারি ফুটবল তৈরির কারখানা তৈরি করে দিয়েছেন৷ তাই তাঁর জন্য এই ফুটবল নিয়ে যাচ্ছি৷'
বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে৷ সেই সময় প্রায় প্রতিটি জনসভা থেকেই জনতার উদ্দেশে একের পর এক ফুটবল ছুড়ে দিতেন মুখ্যমন্ত্রী৷ এবার মমতার জন্যই ফুটবল নিয়ে আসছেন মদন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2022 1:37 PM IST