Madan Mitra: কাতার থেকে ফিরছেন মদন, মমতার জন্য আনছেন বিশ্বকাপের দারুণ উপহার

Last Updated:

মদন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীই তাঁকে বিশ্বকাপ দেখতে আসার অনুমতি দিয়েছেন৷

কাতার থেকে মমতার জন্য উপহার নিয়ে ফিরছেন মদন৷
কাতার থেকে মমতার জন্য উপহার নিয়ে ফিরছেন মদন৷
#কলকাতা: কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখে ফিরছেন মদন মিত্র৷ তবে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ মদন নিজেই জানিয়েছেন, কাতার থেকে মুখ্যমন্ত্রীর জন্য এবারের বিশ্বকাপে যে বলে খেলা হচ্ছে সেই আল রিহালা নিয়ে আসছেন তিনি৷
কয়েকদিন আগেই কাতারে পৌঁছন মদন৷ যদিও তাঁর বিশ্বকাপ যাত্রা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল৷ কারণ বিধানসভার শীতকালীন অধিবেশনে সব বিধায়ককে হাজির থাকতে কড়া নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ অধিবেশন শেষ হওয়ার কথা আজ৷ ফলে মদনের কাতার যাত্রা পিছিয়ে যাওয়ার কথা ছিল৷
advertisement
advertisement
মদন অবশ্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীই তাঁকে বিশ্বকাপ দেখতে আসার অনুমতি দিয়েছেন৷ তাই বিধানসভার অধিবেশনের মধ্যেই মরুদেশে বিশ্বকাপ দেখতে পৌঁছে যান মদন৷ আর্জেন্টিনা- মেক্সিকোর খেলা মাঠে বসে দেখেন মদন৷ দেখেছেন ব্রাজিলের খেলাও৷ কাতারে পৌঁছে মাঠে খেলা দেখতে গিয়ে গ্যালারিতে বসেই মুখ্যমন্ত্রীতে ধন্যবাদ জানান মদন৷
কলকাতা ফেরার আগেও মদন বলেছেন, 'মুখ্যমন্ত্রী না থাকলে আমি এখানে আসতে পারতাম না৷ আমি পাবলিক সার্ভেন্ট৷ এখন অধিবেশন চলছে, তাই আমাকে হাজির থাকতেই হত৷ কিন্তু গত ২৩ তারিখ আমাকে বিধানসভায় দেখেই মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি এখনও যাওনি? আমি বললাম তুমিই তো বললে কয়েকদিন পরে যেতে৷ এ কথা শুনেই মুখ্যমন্ত্রী আমায় বললেন, যাও যাও ঘুরে এস৷'
advertisement
এর পরে আর দেরি করেননি মদন৷ কাতারের উদ্দেশে রওনা দেন তিনি৷ কাতারে আরব শেখে পোশাকেও দেখা গিয়েছে মদনকে৷ মুখে শোনা গিয়েছে 'আল হাবিবি!' বিশ্বকাপের শেষ পর্বে আরও একবার মদনের কাতার যাওয়ার কথা৷
advertisement
কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য বিশ্বকাপের অফিসিয়াল বল নিয়ে আসছেন কেন? মদনের জবাব, 'এই সেই মুখ্যমন্ত্রী যিনি সারা পৃথিবীকে দেখিয়েছেন ক্লাবগুলিকে টাকা দেও৷ সেই টাকায় ক্লাবগুলি পরিকাঠামো তৈরি করেছেন৷ সরকারি ফুটবল তৈরির কারখানা তৈরি করে দিয়েছেন৷ তাই তাঁর জন্য এই ফুটবল নিয়ে যাচ্ছি৷'
বিধানসভা নির্বাচনের প্রচারে খেলা হবে স্লোগান শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখে৷ সেই সময় প্রায় প্রতিটি জনসভা থেকেই জনতার উদ্দেশে একের পর এক ফুটবল ছুড়ে দিতেন মুখ্যমন্ত্রী৷ এবার মমতার জন্যই ফুটবল নিয়ে আসছেন মদন৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: কাতার থেকে ফিরছেন মদন, মমতার জন্য আনছেন বিশ্বকাপের দারুণ উপহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement