Madan Mitra: পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়

Last Updated:

Madan Mitra: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হিংসার মাধ্যমে ভোট লুট করেছে। বিরোধীদের ভোট দিতে বাধা দিয়েছে এমনকি বুথে এজেন্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি।

মদন মিত্র। ফাইল ছবি।
মদন মিত্র। ফাইল ছবি।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হিংসার মাধ্যমে ভোট লুট করেছে। বিরোধীদের ভোট দিতে বাধা দিয়েছে এমনকি বুথে এজেন্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু জায়গায়। শাসকদলের হিংসার বলি হয়েছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অনেকেরই।
বিরোধীদের এই অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নেতা মদন মিত্র। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনে যেটুকু হিংসা হয়েছে তার জন্য দায়ী বিরোধীরাই।
আরও পড়ুনঃ অবাক করে দিলেন মন্ত্রী স্বপন দেবনাথ! তাঁর আজকের কাজে গর্বিত সমুদ্রগড়
মঙ্গলবার বিধানসভায় যান মদন মিত্র। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল যদি কোথাও হয়ে থাকে সেটার জন্য সম্পূর্ণ দায়ী ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলগুলো। যদি বিরোধী দল এবং ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলগুলি উন্মাদের মতো ধ্বংসাত্মক রাজনীতির পথ না বেছে নিত, তাহলে এ রক্তপাতের কোনও জায়গায় ছিল না। তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস করে তাহলে দলের এতগুলো ছেলে মারা গেল কেন?”
advertisement
advertisement
একইসঙ্গে তিনি যোগ করেন, “পঞ্চায়েত নির্বাচন প্রমাণ করে দিয়েছে তৃণমূলের জন্য সেই গানটাই যথেষ্ট, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।’ তৃণমূল একাই একশো। তৃণমূল কর্মীদের আমি অভিনন্দন জানাই। যারা তৃণমূলকে সমর্থন করেছেন সেই যোদ্ধাদের আমি সমর্থন জানাই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল যা প্রমাণ করল, কেউই এটা করে দেখাতে পারেনি। তাঁরা কতখানি শক্তি ধারণ করে এবং কতখানি তাঁরা মানুষের মধ্যে মানুষের মনের অন্তরে প্রবেশ করেছেন। এই জয় তৃণমূলের জয়, এই জয় মমতা বন্দোপাধ্যায়ের জয়। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে প্রমাণ করে দিয়েছে তৃণমূল একাই যথেষ্ট।”
advertisement
UJJAL ROY 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement