Madan Mitra: এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা, 'বিক্রেতার' নাম মদন মিত্র!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Madan Mitra: মদন মিত্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই।
#কলকাতা: কখনও তিনি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির দাবিতে গরুর গাড়ি চড়েন, কখনও পেগাসাস কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নিয়ে নামেন 'পক্ষীরাজ', আর এবার রবিবাসরীয় সকালে তিনি চা বিক্রেতা। ভদ্রলোকের নাম যখন মদন মিত্র (Madan Mitra), এতে তেমন আশ্চর্যের কিছু নেই। কিন্তু মদন 'দা'র সেই চায়ের এক কাপের দাম যদি হয় ১৫ লক্ষ টাকা, তাহলে!!! অবিশ্বাস্য হলেও এদিন এক কাপ চা ১৫ লক্ষ টাকা বলে দাবি করলেন তিনি। আসলে, এটাও মদন মিত্রের একটি রাজনৈতির কর্মসূচি। আর এই কর্মসূচিতে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই।
এদিন কালো পাঞ্জাবী, কালো টুপি পরে অনুগামীদের সঙ্গে নিয়ে ভবানীপুর এলাকায় চা বিক্রি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আসলে এদিনও মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) খোঁচা দিতে চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ মদন মিত্র। “এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা।” স্লোগান দিয়ে মদনের দাবি, “এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদিজি আমাদের খাওয়াচ্ছেন।” কিন্তু এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা!
advertisement
আসলে ২০১৪ সালের লোকসভা ভোটের প্রতিশ্রুতিতে নরেন্দ্র মোদি বলেছিলেন, বিদেশে থাকা কালো টাকা ফিরিয়ে এনে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন তিনি। কিন্তু তা বাস্তবে ঘটেনি। আবার নিজেকে চা-বিক্রেতা পরিচয় দিয়েও জনমানসে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তিনি। এদিন দুটি বিষয়কেই একসঙ্গে আক্রমণ শানাতে ১৫ লক্ষ টাকার এক কাপ চা বিক্রি করতে পথে নামলেন মদন মিত্র।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 01, 2021 3:16 PM IST









