Madan Mitra: 'আমি গদ্দার নই, ইমানদার...' SSKM-এ ফাগুন লাগিয়ে বাড়িমুখী মুক্ত মদন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Madan Mitra: সংবাদমাধ্যম ও ফেসবুক লাইভে একসঙ্গে নানা গান গাইতে শুরু করেন তৃণমূল বিধায়ক।
কলকাতা: শনিবার গেয়েছিলেন, 'এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়..', আর রবিবার তাঁর গলায় এল একের পর এক গান। কখনও গাইলেন, 'ওরে ভাই, ফাগুন লেগেছে বনে-বনে....'। নারদ মামলায় (Narada Scam Case) হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রবিবার অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। এদিন দুপুর সাড়ে বারোটায় এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান মদন। এরপরই সংবাদমাধ্যম ও ফেসবুক লাইভে একসঙ্গে নানা গান গাইতে শুরু করেন তৃণমূল বিধায়ক।
তিনি বলেন, 'আমাকে এই মামলা নিয়ে কিছু বলতে বারণ করা হয়েছে। ফলে এটা নিয়ে আমি কিছু বলব না। কিন্তু আমি তো ফেসবুক লাইভ করতে পারব। আমার একটা ফেসভ্যালু আছে, যতদিন তা থাকবে, ততদিন আমাকে এটা করতেই হবে।' এরপরই তিনি জানান, এসএসকেএম থেকে মাজারে চাদর চড়িয়ে বাড়িতে ফিরে নাতিকে কোলে তুলে নেবেন তিনি। তারপর পৌঁছে যাবেন নিজের কেন্দ্র কামারহাটির মানুষের কাছে।
advertisement
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার আগে নিয়মিত ফেসবুক লাইভে আসতেন কামারহাটির বিধায়ক৷ এতদিন আইনি জটিলতায় এবং অসুস্থ থাকায় ফেসবুকে দেখতে পাওয়া যায়নি তাঁকে৷ শনি আর রবিবার অবশ্য একেবারে খোশমেজাজেই পাওয়া গেল তাঁকে। গতকাল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকের বারান্দা থেকে ফেসবুক লাইভে আসেন মদন৷ দৃশ্যতই খুশি মদন বলেন, 'আমি মুক্ত! আমার এখন একটা লাইনই বলতে ইচ্ছে করছে৷' এর পরই ফুরফুরে মেজাজে মদন গেয়ে ওঠেন, 'আমার মুক্তি আলোয় আলোয়'৷ মদনের গলায় একে একে শোনা গিয়েছিল 'এ দিন আজি কোন ঝড়ে গো খুলে দিল দ্বার', 'ক্লান্তি আমার ক্ষমা করো'-র মতো রবীন্দ্র সঙ্গীতও৷
advertisement
advertisement
এদিনও একাধিক গান গেয়েছেন মদন। অধিকাংশই রবীন্দ্র সঙ্গীত। লাল পাঞ্জাবি, পাজামায় শোভিত মদন মিত্র যখন বাইরে এসে দাঁড়ান, তখন তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস। স্লোগান ওঠে, 'মদন মিত্র জিন্দাবাদ'। তিনি অবশ্য বলছেন, 'আমি এদের কাউকে চিনি না। কিন্তু আমার পাশে আপনারা এসে দাঁড়াচ্ছেন, এর জন্যই আমি সকলকে ধন্যবাদ দিতে চাই।' এদিন বারবার হাতে মোবাইল নিয়ে ফেসবুক লাইভ করতে দেখা গিয়েছে। ফেসবুক লাইভে বরাবরই বিপুল জনপ্রিয় মদন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2021 1:13 PM IST






