#কলকাতা: রেসকোর্স থেকে AJC বোস ফ্লাইওভার ধরলে সোজা বাইপাস। কিন্তু উল্টোটা হত না। বাইপাস থেকে সোজা ফ্লাইওভারে পৌঁছনো যেত না। এবার এই সমস্যা মিটতে চলেছে। দুটো রাস্তার সংযোগকারী সার্কাস অ্যাভিনিউতে রবিবার থেকে কাজ শুরু হল। বন্ধ রাখা হয়েছে সার্কাস অ্যাভিনিউয়ের ২০০ মিটার রাস্তা। কাজ চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। যানজটের আশঙ্কায় পুলিশ।
এজেসি বোস থেকে ফ্লাইওভার ধরে ৫-৭ মিনিটের মধ্যেই পৌঁছনো যেত বাইপাসে। কিন্তু বাইপাস থেকে যে সব গাড়ি আসত, সেগুলো সরাসরি এজেসি বোস ফ্লাইওভারে উঠতে পারত না। ফ্লাইওভারের ২টো বাহু না মেলাতেই এই সমস্যা। রবিবার থেকে কাজ শুরু হল সংযোগকারী বাহু সার্কাস অ্যাভিনিউতে।পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে কংগ্রেস এগজিবিশন রোড, নাসিরুদ্দিন রোড হয়ে রাস্তা মিশেছে এজেসি বোস ফ্লাইওভারে।
তবে পুলিশ মহলের আশা, রাস্তা তৈরি সম্পূর্ণ হলে পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট, তপসিয়ার মত গুরুত্বপূর্ণ রাস্তার উপর চাপ অনেকটাই কমবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Ma Flyover