LPG Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেছেন? ১ জানুয়ারি বায়োমেট্রিক যাচাই কি আর করা যাবে? অবশ্য়ই জানুন

Last Updated:

LPG Aadhaar Link: আপনার যদি এখনও বায়োমেট্রিক যাচাই না হয়ে থাকে, তাহলে আপনি ১ জানুয়ারি কি করতে পারবেন? এখন এই প্রশ্নই ঘুরছে হাজার হাজার গ্রাহকের মাথায়।

গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেছেন?
গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেছেন?
কলকাতা: রান্নার গ্যাসের গ্রাহকদের আধার কার্ডের তথ্য যাচাইয়ের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আর তা করতে গিয়েই চরম নাজেহাল হতে হচ্ছে গ্রাহকদের। কড়া শীত উপেক্ষা করে ভোর থেকে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। ভয় পাচ্ছেন, লিঙ্কের কাজ না হলে যদি রান্নার গ্যাসই না পান।
এর আগে তেল সংস্থাগুলি দাবি করেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে। যদিও তেল সংস্থার ওই আধিকারিক এ রকম কোনও কথা মানতে চাননি। আপনার যদি এখনও বায়োমেট্রিক যাচাই না হয়ে থাকে, তাহলে আপনি ১ জানুয়ারি কি করতে পারবেন? এখন এই প্রশ্নই ঘুরছে হাজার হাজার গ্রাহকের মাথায়।
advertisement
আরও পড়ুন: তাঁর ২০২৪ সালের ভবিষ্যদ্বাণী নিয়ে তোলপাড় বিশ্ব, কে এই বাবা ভাঙ্গা জানেন? পরিচয় জানলে চমকে যাবেন
কোনও বার্তা সরকারি ভাবে দেওয়া না হলেও, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বিক্রেতা মহল সূত্রের খবর, নতুন নির্দেশ না আসা পর্যন্ত ওই প্রক্রিয়া চলবে। গ্যাসের সংযোগ বা ভর্তুকি বন্ধও হবে না। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। ১৮ অক্টোবর তেল ও গ্যাস মন্ত্রক ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামকে চিঠিতে ওই নির্দেশের কথা জানায়। যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে উজ্জ্বলা যোজনা-সহ ভর্তুকিযোগ্য সব গ্রাহকেরই বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে আধার যাচাইয়ের কথা বলা হয়। তবে নির্দিষ্ট দিন বলা হয়নি।
advertisement
advertisement
শনিবার তিনটি তেল সংস্থার সূত্র জানিয়েছে, এ দিন পর্যন্ত মন্ত্রক থেকে আর কোনও নির্দেশ আসেনি। ফলে ওই প্রক্রিয়া চলবে। সংযোগ বা ভর্তুকি বন্ধের কথাও কখনওই নির্দেশে বলা হয়নি। ইন্ডেন ও হিন্দুস্তান গ্যাসের ডিস্ট্রিবিউটরদের সংগঠনের অন্যতম কর্তা বিজন বিশ্বাস ও সঞ্জয় আগরওয়াল জানান, ওই প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের পরে বন্ধ হবে, এমন নির্দেশ এখনও পাননি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
LPG Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করেছেন? ১ জানুয়ারি বায়োমেট্রিক যাচাই কি আর করা যাবে? অবশ্য়ই জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement