Baba Vanga: তাঁর ২০২৪ সালের ভবিষ্যদ্বাণী নিয়ে তোলপাড় বিশ্ব, কে এই বাবা ভাঙ্গা জানেন? পরিচয় জানলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Baba Vanga Predictions: তাঁর ২০২৪ সালের ভবিষ্যদ্বাণী নিয়ে তোলপাড় বিশ্ব। নাম বাবা ভাঙ্গা। কে তিনি? নারী না পুরুষ? কোথাকার মানুষ তিনি? কে এই বাবা ভাঙ্গা?
advertisement
শোনা যায় ১৯১১ সালে বুলগেরিয়ার পান্ডেভা দিমিত্রোভা জন্মগ্রহণ করেছিলেন৷ ১২ বছর বয়সে বিশাল ঝড়ে রহস্যজনক ভাবে তাঁর দৃষ্টিশক্তি হারান। ওই ঝড়ের পরে বহু দিন নিখোঁজ ছিলেন৷ পরে অনেক খোঁজাখুঁজির পরে তাঁর পরিবারের সদস্যেরা যখন তাঁকে খুঁজে পান, তখন, তিনি তাঁদের তাঁর প্রথম ভবিষ্যৎ দর্শনের কথা বলেন৷ ১৯৯৬ সালেই অবশ্য তিনি মারা গিয়েছেন৷ তবে তাঁর বলে যাওয়ার কথা ফলে গিয়েছে বিভিন্ন সময়ে৷
advertisement
advertisement
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েও ভবিষ্যৎ বাণী রয়েছে বাবা ভাঙ্গার৷ কী বলেছেন তিনি, জানেন? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুযায়ী, আগামী বছর, অর্থাৎ, ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে প্রাণঘাতী হামলা চালাবেন রাশিয়ার এক জনৈক ব্যক্তি৷ তার পরিণাম কী হবে, তা অবশ্য জানা যায়নি৷
advertisement
বাবা ভাঙ্গাকে নিয়ে যেসব গল্প প্রচলিত আছে সেখানে বলা হয়, ঝড় বা টর্নেডোর বেশ কয়েকদিন পর তাঁকে খুঁজে পায় পরিবারের সদস্যরা। তবে সে সময় তার চোখের পাতা পুরোপুরি লাগানো ছিল এবং তার ওপরে ছিল ধুলো আর ময়লার পুরু আস্তরণ। এই ঘটনার পর থেকে তাঁকে মানুষের রোগ সারানোর এবং ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান বাবা ভাঙ্গা।
advertisement
advertisement
advertisement
ভবিষ্যৎ সম্পর্কে এই জ্যোতিষীর বক্তব্য হচ্ছে, ২১৩০ সালের মধ্যে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনরা জলের নিচে সভ্যতা তৈরি করতে সাহায্য করবে। সেই সঙ্গে ৩০০৫ সালে মঙ্গল গ্রহে একটি যুদ্ধ হবে বলেও বাণী দিয়েছেন তিনি। ১৯৯৬ সালে মৃত্যুর কিছুদিন আগে বাবা ভাঙ্গা জানান, ফ্রান্সের এক ১০ বছর বয়সী অন্ধ কিশোরী হবে তাঁর উত্তরসূরি। আর বিশ্ব খুব দ্রুতই তাঁর সম্পর্কে জানতে পারবে বলেও মন্তব্য করে যান বাবা ভাঙ্গা।