Low Pressure| Kolkata Weather| ফের নিম্নচাপের কাঁটা! ভাসবে পুজোর কলকাতা? যা বলল হাওয়া অফিস
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Low Pressure| Kolkata Weather| নিম্নচাপের সঙ্গে দোসর হবে দক্ষিণ পূর্বের বাতাস।
#কলকাতা: রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিল হাওয়া অফিস। শনিবার থেকে বাড়বে বৃষ্টি বলে ইঙ্গিত। আজ থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরুর সম্ভাবনা। হাওয়া অফিসের পর্যবেক্ষণ উপকূলের জেলায় বেশি বৃষ্টি হবে। দশমীর দিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। নিম্নচাপের সঙ্গে দোসর হবে দক্ষিণ পূর্বের বাতাস।
বর্ষাবিদায়
বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার সংলগ্ন কিছু এলাকা ছাড়া বাকি অংশ থেকে বর্ষা বিদায়। বর্ষা-বিদায় রেখা নাগাল্যান্ডের কোহিমা থেকে আসামের শিলচর হয়ে বাংলার কৃষ্ণনগর এরপর ওড়িশা বারিপদা হয়ে ঔরঙ্গাবাদ পর্যন্ত বিস্তৃত। আগামী দুই দিনের মধ্যে তেলেঙ্গানা মিজোরাম ত্রিপুরা কর্ণাটক ও মহারাষ্ট্রের বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নেবে। ইতিমধ্যেই গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র, ছত্রিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ আসাম সিকিম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর থেকে বর্ষা বিদায় নিয়েছে।
advertisement
ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে
কিন্তু পূর্ব-মধ্য আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে ও। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগরে। এই ঘূর্ণাবর্তটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি করবে আজ । বুধবার নিম্নচাপ তৈরি হয়ে সেটি শুক্রবারের মধ্যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে অবস্থান করবে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র প্রদেশ উপকূলে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬৫ কিলোমিটার গতিবেগ পর্যন্ত।
advertisement
advertisement
এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে ওড়িশা ও অন্ধ্র উপকূলে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বাংলাতেও। আগামী কয়েকদিন মধ্য মহারাষ্ট্র কঙ্কন ও গোয়া কেরালা তামিলনাড়ু এবং কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতার আকাশ
কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকায় তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিও বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯৭ শতাংশ।
advertisement
দক্ষিণবঙ্গ আজ
আজ থেকে আংশিক মেঘলা আকাশ । বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের উপকূল এলাকাতে বৃষ্টি শুরু হবে। বুধবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি সামান্য বাড়বে। উপকূল ও সংলগ্ন জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে সর্বত্র হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। রবি ও সোমবারে বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। রবিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত।
advertisement
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার মালদা ও দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ জুড়ে। রবি ও সোমবার এ ভারী বৃষ্টির সর্তকতা থাকছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 2:40 PM IST