পরীক্ষার সময়ে তারস্বরে বাজে মাইক, পড়াশোনায় ব্যাঘাত! পড়ুয়াদের সমস্যা এবার বিধানসভায়, কোন নম্বরে ফোন করে অভিযোগ জানান যাবে? জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পরীক্ষার সময়ে উচ্চস্বরে মাইক বাজার কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছে পড়ুয়াদের।
কলকাতা: পরীক্ষার সময়ে উচ্চস্বরে মাইক বাজার কারণে পড়াশোনায় সমস্যা হচ্ছে পড়ুয়াদের। বিধানসভাতেও এ নিয়ে প্রতিরোধ জানান আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ। সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চেয়ে প্রশ্ন আসে বিধানসভায়। বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেন বিধানসভার অধ্যক্ষ।
এ বিষয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘এই বিষয়ে যা যা অভিযোগ আসে পর্ষদের কাছে তা খতিয়ে দেখা হচ্ছে। সবাই মিলে এমন ঘটনা জানতে পারলেই অভিযোগ জানাবেন।’’ অভিযোগ জানাবার জন্য দেওয়া হল নম্বরও। ১৮০০৩৪৫৩৩৯০-এই নম্বরে ফোন করে এ ধরনের সমস্যার ক্ষেত্রে অভিযোগ জানান যাবে।
advertisement
advertisement
অন্যদিকে বিধানসভায় আজ বাংলাভাষীদের উপর অত্যাচার নিয়েও প্রতিবাদ করবে তৃণমূল। বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি তকমা। একের পর এক বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারের অভিযোগ। এ নিয়ে এবার বিধানসভায় বাঙালি আবেগে শান। আজ বিধানসভায় প্রস্তাব আনছে শাসক দল। এ নিয়ে তরজা তুঙ্গে। এবার বিধানসভায়, বাঙালি আবেগে শান! বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে। সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ অত্যাচার করছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 2:00 PM IST