Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা! ভোটারদের প্রভাবিত করার চেষ্টা? মুখ খুললেন 'মহাগুরু'

Last Updated:

অভিযোগ, মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে তৃণমূল। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। 

কলকাতা:  সপ্তম এবং শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে তৃণমূল। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন।
উত্তর কলকাতা কেন্দ্রের ১৬৮/ ২৪৮ নম্বর বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। ভোট দিয়ে বেরোনোর পর মিঠুন চক্রবর্তীকে দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে বলে অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
 আজ শেষ দফার ভোট। রাজনৈতিক মহল বলছে, এই পর্বই এবারের ভোটের সব থেকে হাইভোল্টেজ। সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে ভোট। মোট ৯টি আসনে ভোটগ্রহণ হবে ১লা জুন।
লোকসভা নির্বাচনের সপ্তম দফায় দেশের আটটি রাজ্যে ৫৭টি আসনে ভোট রয়েছে। ১লা জুন ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে তিনি পদ্ম প্রার্থী। হিমাচল প্রদেশের মাণ্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতেরও ভাগ্যপরীক্ষা এদিন। বাংলার কথা ধরলে ডায়মন্ড হারবারের দিকেও নজর থাকলে সকলের। কারণ সেখানে তৃণমূলের প্রার্থী দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা! ভোটারদের প্রভাবিত করার চেষ্টা? মুখ খুললেন 'মহাগুরু'
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement