Lok Sabha Elections 2024: মহুয়ার বিরুদ্ধে 'অন্যায়' ইস্যু তুরুপের তাস! ৩১ মার্চ কৃষ্ণনগরে লোকসভা প্রচার শুরু মমতার
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Lok Sabha Elections 2024: ৩১ মার্চ কৃষ্ণনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহুয়া মৈত্রের বাড়ি ও অফিসে সিবিআই হানার পর এবার এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ৩১ মার্চ কৃষ্ণনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মহুয়া মৈত্রের বাড়ি ও অফিসে সিবিআই হানার পর এবার এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মহুয়ার কেন্দ্র থেকেই লোকসভা প্রচার শুরু করবেন মমতা।
মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘অন্যায়’ পদক্ষেপকে হাতিয়ার মমতার। সূত্রের খবর মার্চের শেষে লোকসভা ভোটের কৃষ্ণনগরের প্রচার সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সোচ্চার হতে চলেছেন মমতা।
প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকেই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ইস্যুতে তোলপাড় দেশ। কেজরিওয়ালের গ্রেফতারিতে নতুন করে অক্সিজেন পেয়েছে বিরোধীদের ইন্ডিয়া জোট। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহুয়া মৈত্রের প্রচার শুরু কৃষ্ণনগর দিয়েই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2024 2:13 PM IST