Lok Sabha 2024: ভুয়ো ভোটার নিয়ে সরব কমিশন! 'হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে' নির্দেশ চিফ ইলেকশন কমিশনারের
- Published by:Salmali Das
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Lok Sabha 2024: ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ‘ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না?" ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক।
কলকাতাঃ ভুয়ো ভোটার নিয়ে সরব নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ‘ভোটার তালিকা থেকে কেন মৃত ব্যক্তিদের বাদ দেওয়া হচ্ছে না?” ভুয়ো ভোটার নিয়ে ফুল বেঞ্চের প্রশ্নের মুখে একাধিক জেলার জেলাশাসক। ‘অভিযোগ এসেছে একাধিক অফিসার সঠিক পদক্ষেপ করছেন না। হিংসা পুরোপুরি বন্ধ করতে হবে। হিংসার কোন জায়গা দেওয়া যাবে না নির্বাচন চলাকালীন।” জেলাশাসক – পুলিশ সুপারের বৈঠকে কড়া বার্তা চিফ ইলেকশন কমিশনারের।
বৈঠকে নির্দেশ চিফ ইলেকশন কমিশনার জানান, ‘সবাইকে মাঠে নেমে কাজ করতে হবে।’ বৈঠকের ১ ঘণ্টার মধ্যেই ভুয়ো ভোটার নিয়ে জেলাশাসক – পুলিশ সুপারদের বার্তা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চলাকালীন ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানিয়েছে। একযোগে অভিযোগ জানিয়েছে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস।
advertisement
advertisement
সোমবার অর্থাৎ আজ সকাল সাড়ে ৯টা থেকে ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। তারপর সকাল ১১.৩০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসপি, সিপি, ডিভিশনাল কমিশনারদের নিয়ে ম্যারাথন বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিরিখে এই বৈঠকেই খুবই গুরুত্বপূর্ণ বলে সকলের দাবি।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 2:21 PM IST