Lok Sabha 2024: বাংলার কয়েকটি কেন্দ্রে প্রার্থী জট অব্যাহত! আজ দিল্লি যাচ্ছেন সুকান্ত মজুমদার
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Lok Sabha 2024: লোকসভা নির্বাচনের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই তালিকাতেও নাম নেই বাংলার কেন কেন্দ্রে কারা প্রার্থী হবেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- লোকসভা নির্বাচনের জন্য চতুর্থ দফার প্রার্থী তালিকা গতকাল শুক্রবার ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সেই তালিকাতেও নাম নেই বাংলার কেন কেন্দ্রে কারা প্রার্থী হবেন। বিজেপি সূত্রের খবর, বাংলার কয়েকটি কেন্দ্রে প্রার্থী জট অব্যাহত। সেই কারণেই এখনও পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে ওঠেনি। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ ফের দিল্লি যাচ্ছেন। সম্ভবত প্রার্থী জট কাটাতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
আরও পড়ুনঃ ‘অধীর চৌধুরীকে হারাতে যাইনি, বহরমপুর জিততে গিয়েছি’, কংগ্রেসকে তোপ অভিষেকের
বলাবাহুল্য, বাংলার ২৩ কেন্দ্রে এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করে উঠতে পারল না বিজেপি। বাংলার ছয় থেকে সাতটি আসন নিয়ে জট কাটাতে চলছে দফায় দফায় বৈঠক। যদিও প্রার্থী তালিকা হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগেই দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহলে কেন বিলম্ব? উঠছে প্রশ্ন। বিজেপি সূত্রের খবর, কৃষ্ণনগর, ব্যারাকপুর, দমদম, বীরভূম, মেদিনীপুর, আসানসোল, জলপাইগুড়ি , কলকাতা উত্তর সহ নানান কেন্দ্রে প্রার্থী কারা হবেন, এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি পদ্ম শিবির। প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে মতভেদের কারণেই বাংলার বকেয়া ২৩ কেন্দ্রের প্রার্থী তালিকা এখনও প্রকাশ করে উঠতে পারছে না বিজেপি বলে মত বিজেপি শিবিরেরই একাংশের।
advertisement
advertisement
বাংলা-সহ অন্যান্য রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে আজ দিল্লির বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। এই বৈঠকের পরেই প্রার্থী তালিকায় চূড়ান্ত অনুমোদন। খবর বিজেপি সূত্রের। প্রার্থী তালিকায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সবুজ সংকেত পেলেই দিল্লির বিজেপি সদর দফতর থেকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। কয়েকদিন আগেই গেরুয়া শিবিরের নির্বাচন কোর কমিটির বৈঠকেও বাংলার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দীর্ঘ আলোচনা হয়। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সঙ্গে আলাদা করে বাংলার প্রার্থী তালিকা নিয়ে কথা বলেন অমিত শাহ বলেও জানা গেছে। তবুও ‘অধরা’ সমাধান সূত্র। বাংলার যে কেন্দ্রগুলিতে প্রার্থী জট রয়েছে বলে বিজেপির এক সূত্র দাবি করছে সেই জট কবে কাটে সেটাই এখন দেখার ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 1:10 PM IST