Bengal Bandh-Rail: স্টেশনে স্টেশনে রেল অবরোধ, শিয়ালদহ-হাওড়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল, নাজেহাল অফিসযাত্রীরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Bandh Today Latest Updates: রাস্তায় বাস-অটো চললেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বারে বারে। বন্ধের সমর্থনকারীরা রেল লাইনের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানোয় নাজেহাল নিত্যযাত্রীরা। বারুইপুর-বারাকপুর স্টেশনে রেল অবরোধ বিজেপির। শিয়ালদহ মেন লাইনে নানা জায়গায় অবরোধ।
কলকাতাঃ সকাল থেকেই বনধের মিশ্র প্রভাব বাংলায়। রাস্তায় বাস-অটো চললেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে বারে বারে। বন্ধের সমর্থনকারীরা রেল লাইনের জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানোয় নাজেহাল নিত্যযাত্রীরা। বারুইপুর-বারাকপুর স্টেশনে রেল অবরোধ বিজেপির। শিয়ালদহ মেন লাইনে নানা জায়গায় অবরোধ।
শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবারে রেল অবরোধ। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুরে রেল অবরোধ বিজেপির। নামখানা লাইনে ওভারহেড তারে কলাপাতা দেওয়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ট্রেন নামখানা লাইনের গোচারণ স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে রেখে শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ।
আরও পড়ুনঃ রোজ রাতে দুটো রুটি, তাতেই ম্যাজিক…! জেট গতিতে বাড়বে আয়রন, হিমোগ্লোবিন, জানুন বানানোর পদ্ধতি
বনগাঁ স্টেশনে রেল অবরোধ বিজেপির। বিজেপি উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। মুর্শিদাবাদ স্টেশনে বিজেপির অবরোধ, হাজির বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। নামখানা শাখার গোচরণ স্টেশনে রেল অবরোধ বিজেপির। শিয়ালদহ দক্ষিণের একাধিক রেল স্টেশনে অবরোধ, বিপর্যস্ত পরিষেবা। হুগলি স্টেশনেও রেল অবরোধ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিম্নচাপের রক্তচক্ষু! দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি টানা আর কতদিন? আবহাওয়ার মেগা আপডেট
হুগলি, কাটোয়া, শিয়ালদহ দক্ষিণ শাখা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে প্রভাব পড়ে ট্রেন চলাচলে। বিভিন্ন লাইনে পর পর দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। বিজেপির ডাকা বনধে সকালেই রেল অবরোধ হুগলি স্টেশনে। ব্যান্ডেল-হাওড়া লোকাল আটকে দেন বিজেপি কর্মী-সমর্থকেরা। রেললাইনে শুয়ে পড়েন। ব্যারাকপুর স্টেশনেও রেল অবরোধ করে বিজেপি। রেললাইন ধরে হেঁটে পরিশেবা বিঘ্নিত করেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। বিজেপির সেই মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। এদিকে, বনধের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2024 11:03 AM IST