Local Train: জেলার যাত্রীদের জন্য বড় খবর, নয়া রুটে ট্রেন, সুবিধা বাড়ছে যাত্রীদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বেশ কয়েকটি নতুন রুটে চালু হবে আরও কিছু লোকাল ট্রেন
কলকাতা: বিশেষ করে যাঁরা জেলা থেকে কলকাতায় কাজের জন্য আসেন, তাঁদের জন্য লোকাল ট্রেন অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এবার যাত্রীচাপ সামলাতে এবং যাত্রীদের আরও বেশি জায়গা ও সুবিধা দিতে শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখায় ৩টি এবং বারাসত-বসিরহাট শাখায় ২টি নতুন ইএমইউ লোকাল ট্রেন চালু করা হয়েছে।
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা যাত্রী নিরাপত্তা, সুরক্ষা ও আরামের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে রেলের তরফে। এই উদ্দেশ্যেই ডায়মন্ড হারবার রুট এবং বারাসত – বসিরহাট শাখার ভিড় কমাতে আরও ৫টি ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বিস্তারিত সময়সূচি এরকম– সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশাল: সোনারপুর থেকে ছাড়বে সকাল ৫:০০ মিনিটে, ডায়মন্ড হারবার পৌঁছবে সকাল ৬:০৫ মিনিটে। ডায়মন্ড হারবার – বালিগঞ্জ স্পেশাল: ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে, বালিগঞ্জ পৌঁছবে সকাল ৭:৫৬ মিনিটে। বালিগঞ্জ – সোনারপুর স্পেশাল: বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮:১৪ মিনিটে, সোনারপুর পৌঁছবে সকাল ৮:৩৩ মিনিটে। বারাসত – বসিরহাট স্পেশাল: বারাসত থেকে ছাড়বে সকাল ৬:২৫ মিনিটে, বসিরহাট পৌঁছবে সকাল ৭:২৫ মিনিটে। বসিরহাট – বারাসত স্পেশাল: বসিরহাট থেকে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে, বারাসত পৌঁছবে সকাল ৮:৩৭ মিনিটে।
advertisement
রেলের তরফে জানানো হয়েছে, এই অতিরিক্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবাগুলি বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে চালু হওয়ায় যাত্রীদের চাপ কমবে। শহরতলির এই দুই গুরুত্বপূর্ণ রুটে ভিড় সামলাতে এটি একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, কিছুদিন আগে শিয়ালদহ ডিভিশনের তরফে ঘোষণা করা হয়, অফিসের ব্যস্ত সময়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে শিয়ালদহ সেকশনে আরও পাঁচটি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
দমদম ক্যান্টনমেন্ট থেকে বনগাঁ জংশনের মধ্যে চালানো হবে অতিরিক্ত পাঁচটি লোকাল ট্রেন। পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানায়, সকাল ৭.৪১ মিনিটে একটি ট্রেন বনগাঁ থেকে ছাড়বে। দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সকাল ৯.১৬ মিনিটে। আবার একটি ট্রেন সকাল ৯.৪৫ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে বারাসত জংশন পৌঁছবে সকাল ১০.১৫ মিনিটে। একইভাবে বিকেল ৫.৩৭ মিনিটে একটি ট্রেন বারাসত থেকে ছেড়ে দমদম ক্যান্টনমেন্ট পৌঁছবে সন্ধে ৬ টায়। অন্য একটি ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সন্ধে ৬.২৬ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে পৌঁছবে বনগাঁয়। রাত ৮.২০ মিনিটে ট্রেনটি বনগাঁ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে রাত ৯.২৫ মিনিটে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, অফিস টাইমে ও অফিস ফেরত যাত্রীদের কথা মাথায় রেখেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রসঙ্গত, বিধাননগর ও দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই দমদম ক্যান্টনমেন্ট থেকে অতিরিক্ত ট্রেন চালানোর এই সিদ্ধান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 10:47 AM IST