বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার সিংহ শাবক, তিনটি হোয়াইট হেডেড লেঙ্গুর

Last Updated:
#কলকাতা: পশু চোরা-চালানের চক্র ফাঁস। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার সিংহ শাবক ও তিনটি হোয়াইট হেডেড লেঙ্গুর। গ্রেফতার আন্তর্জাতিক পাচার চক্রের দুই পাণ্ডা-সহ তিনজন। একাধিকবার হাত বদল হয়ে বাংলাদেশ থেকে পশ্চিম ভারতে বন্যপ্রাণ পাচারের ছক বানচাল।
বেশ কিছুদিন ধরেই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের কাছে খবর আসছিল, একটি বড় কনসাইনমেন্ট বনগাঁ বর্ডার হয়ে বাংলাদেশ থেকে এ-দেশে ঢুকছে। ( RECONS) সেই মতই শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অপেক্ষা করছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। বনগাঁয়ে অপেক্ষারত টিম একটি বড় সাদা গাড়িকে ফলো করতে শুরু করে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে গাড়িটি ধরে ফেলেন তাঁরা। শুরু হয় তল্লাশি। গাড়ির পিছনের সিটের উপর থেকে ব্যাগবন্দি অবস্থায় উদ্ধার হয় একটি সিংহ শাবক ও তিনটি হোয়াইট হেডেড লেঙ্গুর। গাড়ির চালক-সহ ধৃত তিন। ধৃতদের নাম অসীম রহমান, অজিত আলি ও গুলাম গাউস।
advertisement
দীর্ঘক্ষণ ব্যাগবন্ধ থাকায় অসু্স্থ হয়ে পড়ে পশুরা। সল্টলেকে ওয়াইল্ড লাইফ কন্ট্রোল ব্যুরোর দফতরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন পশু চিকিৎসক। সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় আলিপুর জু হাসপাতালে। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, বনগাঁ সীমান্ত দিয়ে বর্ধমানে ঢোকার পর সিংহ শাবক ও লেঙ্গুরদের পশ্চিম ভারতে পাচার করার কথা ছিল। একাধিকবার হাতবদল হয়ে সিংহ-শাবক ও লেঙ্গুরদের মুম্বইয়ে পাচার করা হচ্ছিল। মুম্বইয়ের এক ব্যবসায়ীর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। সিংহ শাবকটি এক কোটি টাকায় বিক্রির কথা ছিল । ধৃতদের কাছে বেশ কয়েকটি ফোন নম্বর পাওয়া গিয়েছে। নম্বরের সূত্র ধরে খোঁজ চলছে।
advertisement
advertisement
ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক পশু পাচার চক্রের যোগ আছে বলে অনুমান ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের।তাদের এদিন বারাকপুর আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উদ্ধার সিংহ শাবক, তিনটি হোয়াইট হেডেড লেঙ্গুর
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement