দুঃসংবাদ! বড়দিনের দিন ঝেঁপে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গোটা রাজ্যে!

Last Updated:

আগামী ৭২ ঘন্টা উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

#কলকাতা: ছুটির মরশুমে দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বড়দিনে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিলেন আলিপুরের আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘন্টা উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ তার জেরে বড়দিন থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে।  বড়দিনে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে। পরদিন বৃহস্পতিবার কলকাতা শহরসহ রাজ্যের প্রায় সব জেলায়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুঃসংবাদ! বড়দিনের দিন ঝেঁপে বৃষ্টি হতে পারে কলকাতা-সহ গোটা রাজ্যে!
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement