#কলকাতা: ছুটির মরশুমে দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ বড়দিনে বৃষ্টি হতে পারে বলে জানিয়ে দিলেন আলিপুরের আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টি বাড়বে বৃহস্পতিবার। কলকাতা-সহ রাজ্যজুড়ে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘন্টা উত্তরবঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। আগামী ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ তার জেরে বড়দিন থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে। বড়দিনে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে। পরদিন বৃহস্পতিবার কলকাতা শহরসহ রাজ্যের প্রায় সব জেলায়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Christmas Eve, Rain, Weather, Winter