Toll Tax: ফের বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স, বিপদে বাস মালিকরা! চিঠি পরিবহণ দফতরকে

Last Updated:

রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক রয়েছে। মঙ্গলবার থেকে হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। বাসকে আজ অবধি দিতে হচ্ছে ৪২৫ টাকা, কাল থেকে দিতে হবে ৪৪০ টাকা।

News18
News18
কলকাতা: মঙ্গলবার থেকে ফের বাড়তে চলেছে জাতীয় সড়কের টোল ট্যাক্স। এপ্রিল মাসের ১ তারিখ থেকে দেশ জুড়ে জাতীয় সড়কের টোল ট্যাক্স ৫ শতাংশ করে বৃদ্ধি করা হয়। সেই নিয়ম অনুসারেই ১ এপ্রিল থেকে জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ছে। মঙ্গলবার থেকে নতুন টোল ট্যাক্স নেওয়া চালু করবেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
নতুন করে বাড়তি টোল ট্যাক্স না নেওয়ার জন্য পরিবহণ দফতরকে আবেদন করল একাধিক বাস সংগঠন। রাজ্য সরকারের কোনও স্তরে বাসের ভাড়া বাড়ানো হয়নি, তাই বেসরকারি বাস মালিকদের আয় বাড়েনি। এর জেরে সমস্যায় পড়েছেন বেসরকারি বাস মালিকরা।
আরও পড়ুন: ট‍্যাপ, শাওয়ারে জমেছে নোংরা, ধীরে ধীরে পড়ছে জল? ট‍ুথপেস্টের সঙ্গে এই জিনিস মেশালেই কামাল, ৫ মিনিটে ঝরঝর করে পড়া শুরু হবে
রাজ্যে প্রায় ৫২টি জাতীয় সড়ক রয়েছে। গড়ে ৫৮ কিমি অন্তর টোল ট্যাক্স বুথ রয়েছে। মঙ্গলবার থেকে হালকা যানবাহনের ক্ষেত্রে টোল ট্যাক্স ৫ শতাংশ এবং ভারী যানবাহনের ক্ষেত্রে ১০ শতাংশ বৃদ্ধি পাবে। বাসকে সোমবার পর্যন্ত দিতে হচ্ছে ৪২৫ টাকা, মঙ্গলবার থেকে দিতে হবে ৪৪০ টাকা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Toll Tax: ফের বাড়ছে জাতীয় সড়কের টোল ট্যাক্স, বিপদে বাস মালিকরা! চিঠি পরিবহণ দফতরকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement