লেবু যেন আগুনের গোলা! করোনা ছোঁয়ায় ১টা পাতিলেবু এখন ১৫ ছুঁই ছুঁই !
- Published by:Simli Raha
Last Updated:
ARNAB HAZRA
#কলকাতা: করোনা ছোঁয়ায় পাতিলেবু ১৫ ছুঁই ছুঁই !
অতিমারি করোনায় আক্রান্ত হতে পারি, এমন একটা আশঙ্কার দোলাচলে দুলছে গোটা বিশ্ব। তালিকায় বাদ নেই ভারতবাসী। ১২৫ কোটির ভারতবাসীর অত্যন্ত পরিচিত ঘরোয়া টোটকা পাতিলেবু নিয়ে বাজারে শঙ্কা বাড়িয়েছে। ১০ টাকার ৩ টে লেবুর বর্তমানে দর চড়ছে লাফিয়ে লাফিয়ে। একটা পাতিলেবু কিনতে আপনাকে এখন থেকে গুনতে হবে ১২ টাকা। একটু বড় আকারের পাতি লেবুর দাম ১৫ টাকা।
advertisement
advertisement
দমদম, উত্তর কলকাতা জুড়ে এমনি পাতিলেবুর মহার্ঘ হওয়ার ছবি ধরা পড়লো মঙ্গলবার। দমদম বাজারের বিক্রেতা তরুণ বড়ালের কথায়, "পাতিলেবু কয়েকদিন আগেও ৫ টাকা প্রতি পিস বিক্রি করছি। এখন বাজার থেকে প্রতি পিস আমাদের কিনতে হচ্ছে ১০ টাকায়। ১ টাকা আনার খরচ ও ১ টাকা লাভ নিয়ে ১২ টাকায় বিক্রি করছি। যেভাবে দাম বাড়ছে তাতে আগামী দিনে পাতিলেবুর না পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না । "পাতিলেবুই নয়, দর বেড়েছে গন্ধরাজ লেবুরও৷ প্রতি পিস ৮ টাকায় বিকচ্ছে গন্ধরাজ। এছাড়া মুসুম্বি ১৭-১৮ টাকা পিস। কমলালেবু ১৫ টাকা পিস। সিজন পরিবর্তনের সময়ে লেবু খুবই জরুরি শরীরের জন্য বলছেন চিকিৎসকরা। তাছাড়া একটু গরম জলে পাতিলেবু মিশিয়ে সকালে খালি পেটে খেলে মেদ ঝরে বলে দাবি আয়ুর্বেদ চিকিৎসকদের। গলার জীবাণু মারতেও ওস্তাদ পাতিলেবু গরম জল। গরম বাড়তেই শরীরের ডিহাইড্রেশন দূর করতেও অব্যর্থ দাওয়াই পাতিলেবু শরবত।
advertisement

বাজার হাটে শাক, সবজির যোগান পর্যাপ্ত রাখার জন্য একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী বাজার পরিদর্শন করেছেন। দাগ কেটে বুঝিয়ে দিয়েছেন করোনা মোকাবিলায় কীভাবে বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সমানে বাজার গুলিতে অভিযান চালিয়ে যাচ্ছে কালোবাজারি রুখতে। করোনা পরিস্থিতিতে পাতিলেবুর দামবৃদ্ধির খবর নেই টাস্ক ফোর্সের কাছে । টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বিষয়টি জেনেই বিস্ময় প্রকাশ করেন।বাজারে পাতলেবুর দামবৃদ্ধি নিয়ে অবিলম্বে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রবীন্দ্রনাথ কোলে। তবে কি এখন বাঙালির পাতে পাতিলেবু পড়বে না? করোনা ছোঁয়ায় ১৫ ছুঁই ছুঁই পাতিলেবু কেন হবে? চাহিদার তুলনায় যোগান কম নাকি অন্যকিছু, উত্তর দেবে ভবিষ্যৎ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 31, 2020 3:46 PM IST