West Bengal Municipal Election 2022: ভোট শতাংশের হারে বিজেপিকে পিছন ফেলল বামেরা, তাহেরপুর নিয়েও উচ্ছ্বাস

Last Updated:

West Bengal Municipal Election 2022: ১০৮ পুরসভার ভোটে আসন সংখ্যার বিচারে বিজেপির থেকে পিছিয়ে থাকলেও ভোট শতাংশের বিচারে বিজেপির থেকে সামান্য এগিয়ে আছে বামেরা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: পুরসভার ফলেও চমকপ্রদ সাফল্য পেয়েছে বামেরা। আগে থেকে ভোট শতাংশের বিচারে অনেকটাই উন্নতি হয়েছে বামেদের। দার্জিলিং ছাড়া রাজ্যে একমাত্র কোনও শাসক বিরোধী দল পরিচালিত পুরসভাও রয়েছে বামেদের দখলেই (West Bengal Municipal Election 2022)। সব মিলিয়ে পুরভোটের ফলকে আশার আলো হিসাবেই বিচার করতে চাইছে বাম শিবির।
১০৮ পুরসভার ভোটে আসন সংখ্যার বিচারে বিজেপির থেকে পিছিয়ে থাকলেও ভোট শতাংশের বিচারে বিজেপির থেকে সামান্য এগিয়ে আছে বামেরা। ঘোষিত ও এগিয়ে থাকা আসন সংখ্যা মিলিয়ে ধরলে এখনও বিজেপির ঝুলিতে রয়েছে মোট ৬৩টি আসন। অন্য দিকে বামেদের দখলে মোট ৫৬টি আসন (West Bengal Municipal Election 2022)। কিন্তু শতাংশের বিচারে বিজেপির রয়েছে মোট ১৩.৪২ শতাংশ ভোট, অন্য দিকে বামেদের দখলে রয়েছে ১৩.৫৭ শতাংশ।
advertisement
advertisement
একমাত্র বিরোধী দখলে থাকা পুরসভা দখলে গিয়েছে বামেদের। তাহেরপুর পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল বামেরা। পুরসভার ক্ষমতা ধরে রাখল সে কথা বলা চলে। তাহেরপুরের মোট ১৩ ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে জয় পেয়েছে বামফ্রন্ট, পাঁচটিতে জয় পেয়েছে তৃণমূল। স্বাভাবিক ভাবে বোর্ড দখল করেছে বামেরা (West Bengal Municipal Election 2022)। গতবারও এই পুরসভা বামেদের দখলে ছিল।
advertisement
সামগ্রিক ভাবে পুরভোটে ভাল ফল করেছে বামেরা। প্রায় প্রতি জেলাতেই কম বেশি আসন এসেছে বামেদের দখলে। পুরনিগমের নির্বাচনের সময় থেকেই বামেদের এক প্রকার উত্থান নজরে পড়েছিল। এই ভোটেও সেই ধারাই অব্যাহত রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Municipal Election 2022: ভোট শতাংশের হারে বিজেপিকে পিছন ফেলল বামেরা, তাহেরপুর নিয়েও উচ্ছ্বাস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement