West Bengal by elections: কংগ্রেসের সঙ্গে জোটে ইতি? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, চমক নৈহাটিতে

Last Updated:

বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: কংগ্রেস অথবা আইএসএফ-এর সঙ্গে যে জোট হচ্ছে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের পর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ তবে এ দিনও হাড়োয়া আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাড়োয়া কেন্দ্রে প্রার্থীর নাম পরে জানানো হবে৷
বামেদের ঘোষিত তালিকা অনুযায়ী, সিতাই এবং মাদারিহাট আসন দুটি দুই শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি-কে ছাড়া হয়েছে৷ সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মা৷ মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থী পদম ওরাঁও প্রত্যাশিত ভাবেই নৈহাটি আসনটি ছাড়া হয়েছে সিপিআইএম(এল)-কে৷ ওই আসনে প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার৷ মেদিনীপুর আসনটিতে লড়বেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই৷ তালড্যাংরা আসনে সিপিএম প্রার্থী দেবকান্তি মাহাত লড়বেন৷ হাড়োয়া আসনেও সম্ভবত সিপিএম-ই প্রার্থী দেবে৷
advertisement
advertisement
বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ আইএসএফ-কে বাম শরিকদের মধ্যেই আপত্তি ছিল৷ সেই কারণেই নৈহাটি আসনটি নিয়ে সিপিআইএম(এল)-কে ছাড়ার সিদ্ধান্ত হয়৷
যে ছটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে মাদারিহাট বাদে বাকি সব আসনগুলিই তৃণমূলের দখলে ছিল৷ ফলে এই উপনির্বাচনও বামেদের কাছে কঠিন পরীক্ষা৷ আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে মাঠে নামার কোনও সুফল উপনির্বাচনে বামেরা আদৌ পাবে কি না, তারই পরীক্ষা এবারের উপনির্বাচনে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections: কংগ্রেসের সঙ্গে জোটে ইতি? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, চমক নৈহাটিতে
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement