West Bengal by elections: কংগ্রেসের সঙ্গে জোটে ইতি? উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের, চমক নৈহাটিতে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷
কলকাতা: কংগ্রেস অথবা আইএসএফ-এর সঙ্গে যে জোট হচ্ছে না, তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের পর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ তবে এ দিনও হাড়োয়া আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷ বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাড়োয়া কেন্দ্রে প্রার্থীর নাম পরে জানানো হবে৷
বামেদের ঘোষিত তালিকা অনুযায়ী, সিতাই এবং মাদারিহাট আসন দুটি দুই শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি-কে ছাড়া হয়েছে৷ সিতাই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণকুমার বর্মা৷ মাদারিহাট কেন্দ্রে আরএসপি প্রার্থী পদম ওরাঁও প্রত্যাশিত ভাবেই নৈহাটি আসনটি ছাড়া হয়েছে সিপিআইএম(এল)-কে৷ ওই আসনে প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি মজুমদার৷ মেদিনীপুর আসনটিতে লড়বেন সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই৷ তালড্যাংরা আসনে সিপিএম প্রার্থী দেবকান্তি মাহাত লড়বেন৷ হাড়োয়া আসনেও সম্ভবত সিপিএম-ই প্রার্থী দেবে৷
advertisement
advertisement
বামফ্রন্ট সূত্রে খবর, জোট বাঁধার জন্য অপেক্ষা করলেও কংগ্রেসের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ আইএসএফ-কে বাম শরিকদের মধ্যেই আপত্তি ছিল৷ সেই কারণেই নৈহাটি আসনটি নিয়ে সিপিআইএম(এল)-কে ছাড়ার সিদ্ধান্ত হয়৷
যে ছটি আসনে উপনির্বাচন রয়েছে, তার মধ্যে মাদারিহাট বাদে বাকি সব আসনগুলিই তৃণমূলের দখলে ছিল৷ ফলে এই উপনির্বাচনও বামেদের কাছে কঠিন পরীক্ষা৷ আরজি কর আন্দোলনে সক্রিয় ভাবে মাঠে নামার কোনও সুফল উপনির্বাচনে বামেরা আদৌ পাবে কি না, তারই পরীক্ষা এবারের উপনির্বাচনে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 9:34 PM IST