রাজ্য বাজেট পেশের আগেই উত্তপ্ত বিধানসভা, রাস্তায় বসে বিক্ষোভ অধীর-সুজনের
Last Updated:
বাজেট পেশ হতে বাকি আর ঘণ্টা দেড়েক ৷ তার আগেই দফায় দফায় উত্তাল হয়ে উঠল বিধানসভা ৷
#কলকাতা: বাজেট পেশ হতে বাকি আর ঘণ্টা দেড়েক ৷ তার আগেই দফায় দফায় উত্তাল হয়ে উঠল বিধানসভা ৷ আবদুল মান্নানের সাসপেনশন ও সম্পত্তি রক্ষা আইনের প্রতিবাদ জানিয়ে শুক্রবারও বিধানসভার বাইরে চলছে কংগ্রেসের বিক্ষোভ ৷ অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তী নেতৃত্বে রাস্তায় বসে বিক্ষোভে সামিল বামফ্রন্ট ও কংগ্রেস ৷ তীব্র উত্তেজনা ছড়িয়েছে বিধানসভা চত্বরে ৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন প্রচুর নিরাপত্তাকর্মী ৷
এদিন সকাল থেকে বিধানসভার সামনে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছেন মহিলা কংগ্রেস দল ৷ বিনা অনুমতিতে বিধায়কদের সঙ্গে বিধানসভায় ঢুকে পড়েন কংগ্রেস কর্মীরা ৷ পুলিশ বাধা দিলেও ঢুকে পড়েন তারা ৷ আকাশবাণীর সামনে থেকে কয়েকজন মহিলা কংগ্রেস কর্মীকে আটক করে পুলিশ ৷ বেলা গড়াতেই বিধানসভায় আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ কং পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে অধিবেশনে সেদিন ঠিক কী ঘটেছিল, খুঁটিয়ে জেনে নেন ৷ এরপরই কংগ্রেস কর্মী বিধায়কদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন ৷
advertisement
বিধানসভার গেটের সামনে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন অধীর ৷ কিছুক্ষণের মধ্যেই অধীরের সঙ্গে সুজন চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভে যোগ দেন বাম কর্মী ও বিধায়করা ৷
advertisement
বৃহস্পতিবারই বিধানসভাকাণ্ড ও সম্পত্তি রক্ষা আইনের প্রতিবাদ জানিয়ে নজিরবিহীন ভাবে একযোগে বাজেট বয়কটের কথা ঘোষণা করে বাম ও কংগ্রেস ৷ আবদুল মান্নানকে সাসপেন্ড করা নিয়ে বুধবারই তোলপাড় হয় অধিবেশন। চব্বিশ ঘণ্টার মধ্যেই তার ঝাঁঝ আরও বাড়িয়ে দিল বিরোধীরা। বিক্ষোভ-প্রতিবাদ যে এখনই থামছে না বৃহস্পতিবার তা স্পষ্ট করে দেন বাম-কংগ্রেস বিধায়করা। বৃহস্পতিবার সকাল থেকেই অম্বেদকর মূর্তি, বিধানসভার লবি, গেটের সামনে দফায় দফায় চলে বিক্ষোভ । বামফ্রন্ট ও কংগ্রেসের বিক্ষোভের ঝাঁঝে এদিনও ফুটছে বিধানসভা চত্বর ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2017 12:29 PM IST