সাবধান! চোখের মারাত্মক ক্ষতি করছে এলইডি আলো, সতর্ক করছেন চিকিৎসকরা
Last Updated:
#কলকাতা: সামনেই কালীপুজো। দীপাবলি। আলোর উৎসব বলে আলো হোক। ভালো হোক। গলি থেকে রাজপথ সাজবে এলইডি আলোয়। চিকিৎসকরা বলছেন, এলইডি আলো কিন্তু মোটেই ভাল নয়। চোখের ক্ষতি হয়। ধীরে ধীরে চলে যেতে পারে দৃষ্টিশক্তিও।
উৎসবের মরশুম মানেই আলোর মেলা। দুর্গাপুজো শেষে এবার কালীপুজো দোরগোড়ায়। দীপাবলি মানেই অন্ধকার কাটিয়ে আলোর শুভেচ্ছা। ঘরে বাইরে সবখানে আলো। হালকা নীল বা হরেক রঙের এলইডি আলোর দাপট।
শুধু কালীপুজো নয়। এলইডি এখন সবখানে। মোবাইল, ল্যাপটপ, টিভি সবই এলইডি। কম খরচ, টেকসই, বিদ্যুতের সাশ্রয়। এলইডির হালকা আলোয় চোখেরও আরাম। সবদিক থেকেই এই আলোর চাহিদা ব্যাপক।
advertisement
advertisement
চিকিৎসকরা কিন্তু বলছেন, সাধের এলইডি আলো ডেকে আনতে পারে বিপদ। অনেকদিন ধরে এলইডি ব্যবহারে চোখের রেটিনার মারাত্মক ক্ষতি হতে পারে। ক্রমে দৃষ্টিশক্তিও কমে যেতে পারে।
- ল্যাপটপ, মোবাইল, টিভির এলইডির ব্লু লাইট রেটিনা পর্যন্ত চলে যায়
- প্যান্ডেলের এলইডি আলোর তীব্রতায় রেটিনার ক্ষতি হতে পারে
- কম বয়স থেকেই রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি চলে যেতে পারে
advertisement
- শিশুদের মোবাইল বা টিভি কম দেখতে দিতে হবে
- ল্যাপটপ বা মোবাইলে আলোর ফিল্টার লাগাতে হবে
নিত্য ব্যবহারের মোবাইল, টিভি, ল্যাপটপ থেকে দূরে থাকাও মুশকিল। তাই চোখ বা মাথা ব্যথাও নিত্যসঙ্গী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2019 12:40 PM IST