Behala Accident: সৌরনীলের মৃত্যু থেকে শিক্ষা, সরানো হল বেহালা চৌরাস্তার ফুটপাতের উপরের অস্থায়ী বাজার
- Published by:Rachana Majumder
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
Behala Accident: এই ডায়মন্ডহারবার রোড পেরোতে গিয়েই প্রাণ হারায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ছোট্ট সৌরনীল।
কলকাতা: শুক্রবার থেকেই ঢেলে সাজানো হয়েছে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা। বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় চোখ রাখলে দেখা যাবে মেট্রো স্টেশনের নীচের যে অংশে ডায়মন্ড হারবার রোড অনেকটাই সংকীর্ণ, সেখান দিয়ে কাউকেই চলাফেরা করতে দেওয়া হচ্ছে না ট্রাফিক। বলা ভাল সেই অর্থে কেউ রাস্তা দিয়ে চলাচল করছেনও না।
রাস্তার পাশের ব্যারিকেড ছাড়াও শনিবার পর্যন্ত যে ফুটপাথে কার্যত পা রাখারই জো ছিল না, সেই ফুটপাথ এখন অনেকটাই প্রশস্ত। বেহালা চৌরাস্তার বরিশা হাই স্কুল সংলগ্ন ফুটপাত থেকে সমস্ত অস্থায়ী দোকানই তুলে দেওয়া হয়েছে। চওড়া ফুটপাথ পেয়ে সেখান দিয়েই যাতায়াত করছেন ছাত্র-অভিভাবক এবং স্থানীয় লোকজন। যাদের পরীক্ষা রয়েছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা ফুটপাতের পাশের অংশে বসেই অপেক্ষা করছেন তাদের সন্তানের জন্য। ফুটপাত প্রশস্ত হওয়ায় অনেকটাই সুবিধা হচ্ছে তাদের। অভিভাবকদের মতে অন্যান্য দিন এই ফুটপাতের উপর খবরের কাগজ, ফলমূল সবকিছুরই দোকান থাকত। ফুটপাত চওড়া হওয়ায় তারাও যথেষ্টই খুশি। তবে ওই ব্যবস্থা যাতে চিরস্থায়ী হয় সেই বিষয়ে প্রশাসনকে নজর দেওয়ার জন্য অনুরোধ করছেন তাঁরা। কয়েকদিন পরেই নজরদারি কমে গেলে যাতে হকাররা নতুন করে ফুটপাতের দখল নিয়ে সেখানে বসতে না পারেন সেই বিষয়টি কলকাতা পুরসভাকে দেখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
শুক্রবার এই ডায়মন্ডহারবার রোড পেরোতে গিয়েই প্রাণ হারায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ছোট্ট সৌরনীল। শুক্রবারের পর আজ থেকে বরিশা হাইস্কুলের প্রাথমিক বিভাগ ফের খুলল। চোখের জলে সহপাঠীর উদ্দেশ্যে শোকজ্ঞাপন করে প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীরা। আর অভিভাবকদের কথায়, জীবন দিয়েই প্রশাসনিক অব্যবস্থাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ছোট্ট সৌরনীল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 7:36 PM IST